খয়ের: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:নেপালের উদ্ভিদ যোগ
চিত্র যোগ #WPWPBN #WPWP
২৪ নং লাইন:
* ''Mimosa catechuoides'' Roxb.<ref name=ILDIS>[http://www.ildis.org/LegumeWeb?version~10.01&LegumeWeb&tno~16744&genus~Acacia&species~catechu International Legume Database & Information Service (ILDIS)]</ref>
}}
[[File:Catechu.jpg|thumb|খয়েরের টুকরো]]
'''খয়ের''' (বৈজ্ঞানিক নামঃ ''Acacia catechu'') একটি কণ্টকময় পর্ণমোচী উদ্ভিদ, যার উচ্চতা প্রায় ১৫ মিটার পর্যন্ত হয়।<ref name="fao">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://www.fao.org/docrep/V8879E/v8879e05.htm | শিরোনাম = Colourants and Dyestuffs mainly of local or regional importance: Cutch | প্রকাশক = Food and Agriculture Organization (FAO), রাষ্ট্রসংঘ | সংগ্রহের-তারিখ = 2009-01-30}}</ref> ইংরেজি ভাষায় এই গাছ Catechu, Cachou বা Black Cutch নামেও পরিচিত। এশিয়ার নানা দেশ, যেমন চীন, ভারত এবং [[ভারত মহাসাগর|ভারত মহাসাগরের]] নানাদেশে,<ref name = ILDIS/> পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার প্রভৃতি দেশে এই গাছের ফলন হয়।<ref name="fao"/> ভারতীয় উপমহাদেশে, এই গাছের সারিকাঠ সংগ্রহ করে ছোট ছোট বর্গাকারে খণ্ড করে ১২ ঘণ্টা ধরে মাটির পাত্রে জলে সিদ্ধ করা হয়। এর পর নিষ্কাশন করে ছাঁচে ঢেলে দেওয়া হয়। এতে বিভিন্ন আকারের খয়ের পাওয়া যায়। [[পান|পান-]]<nowiki/>এর অন্যতম প্রধান উপাদান হিসাবে ব্যবহার করা হয়। অন্য মশলা দেওয়ার আগে, পান পাতায় চুন বা খয়ের মাখানো হয়ে থাকে।