ক্রেগ স্পিয়ারম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tarif Ezaz (আলোচনা | অবদান)
Tarif Ezaz (আলোচনা | অবদান)
নাম শুদ্ধি
৯০ নং লাইন:
অকল্যান্ডের কেলস্টোন বয়েজ হাই স্কুলে অধ্যয়ন করেছেন। এরপর নিউজিল্যান্ডের মাসে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন ক্রেগ স্পিয়ারম্যান। তবে, গ্লুচেস্টারশায়ারের তৎকালীন কোচ ও সতীর্থ [[জন ব্রেসওয়েল|জন ব্রেসওয়েলের]] পরামর্শক্রমে [[ক্রিকেট]] খেলার সাথে জড়িত হয়ে পড়েন। এ সুযোগকে কাজে লাগিয়ে স্মরণীয় করে রাখেন নিজেকে। ব্রিস্টলে প্রথম খেলাতেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
 
২০০৪ সালে গ্লুচেস্টারেগ্লস্টারে মিডলসেক্সের বিপক্ষে ৩৪১ রানের মনোজ্ঞ [[ইনিংস]] উপহার দেন ক্রেগ স্পিয়ারম্যান। তার এ ইনিংসটিতে ছয়টি ছক্কা ও ৪০টি চারের মার ছিল। এর ফলে [[WG Grace|ডব্লিউ জি গ্রেসের]] গড়া রেকর্ডকে ম্লান করে দিয়ে গ্লুচেস্টারশায়ারের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল= https://cricketarchive.com/Archive/Records/England/Firstclass/Gloucestershire/Batting_Records/Highest_Innings_For.html |শিরোনাম= Most Runs in an Innings for Gloucestershire |প্রকাশক= CricketArchive}}</ref> এরপর থেকে তিনি তার রান সংগ্রহের ধারা অব্যাহত রাখেন। তারপর আরও দুইটি দ্বি-শতক রানের ইনিংস খেলেছিলেন তিনি।
 
২০০৫ সালে [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|অক্সফোর্ডের]] বিপক্ষে অনুষ্ঠিত খেলায় এক ওভারে ৩৪ রান হাঁকিয়েছিলেন ক্রেগ স্পিয়ারম্যান।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল= http://www.espncricinfo.com/wisdencricketer/content/story/214551.html |শিরোনাম= The XI worst overs |তারিখ= August 2005 |কর্ম= Wisden Cricketer |প্রকাশক= ESPNcricinfo.com}}</ref> ২০০৬ সালে কাউন্টির ইতিহাসের ৪র্থ খেলোয়াড় হিসেবে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তিগাঁথা রচনা করেন। চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ঐ বছর তিনি ১৩৭০ রান তুলেছিলেন। ২০০৯ সালে [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ|কাউন্টি চ্যাম্পিয়নশীপে]] মাত্র ছয়টি খেলায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ২২.৮৮ গড়ে ২০৬ রান তুলতে পেরেছিলেন। ঐ বছর শেষে ক্লাবের সাথে চুক্তি ছিন্ন করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল= http://www.espncricinfo.com/countycricket2009/content/story/428041.html |শিরোনাম= Spearman ends Gloucestershire career |তারিখ= 2 October 2009 |কর্ম= County Cricket 2009 |প্রকাশক= ESPNcricinfo.com}}</ref>