লুর আদিবাসী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইরানের লুর আদিবাসী সম্পর্কে নতুন নিবন্ধ
 
পরিবর্ধন, তথ্যসূত্র
১ নং লাইন:
'''লুর আদিবাসী''' (ফারসি:لر) [[ইরান|ইরানের]] কয়েকটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে অন্যতম। লু্র জাতি "লোর" নামেও পরিচিত। পারসিক, বখতিয়ারি, মাজেন্দ্রানি, গিলাকি, কুর্দি এবং অন্যান্য ইরানি আদিবাসী গোষ্ঠীর সাথে এদের সাদৃশ্য রয়েছে। লুররা সংখ্যায় প্রায় ২৬ লাখ। এরা কথা বলে লোরি ও ফার্সি ভাষায়। তবে বেশির ভাগ লুরির ভাষা [[লোরি]](ফারসি:لری, {{pron|loriː])। এটি একটি দক্ষিণ-পশ্চিম ইরানি ভাষা। এ ভাষার সাথে [[ফারসি ভাষা|ফারসি ভাষার]] সাদৃশ্য রয়েছে।<ref>[http://countrystudies.us/iran/38.htm ইরান কান্ট্রিস্টাডিয]</ref> লুরিরা প্রধানত বাস করে লোরেস্তান, খুজেস্তান, হামাদান, চাহারমহল, বখতিয়ারি, [[ইস্পাহান]] ও ইলাম এলাকায়। অন্যান্য ইরানির মতো জাগ্রোস পর্বতের আদিবাসী এবং [[মধ্য এশিয়া]] থেকে আসা ইরানি ভাষাগোষ্ঠীর উপজাতিগুলোর সাথে লুর জাতির মিশ্রণ রয়েছে। আর লোর ভাষার রয়েছে দুটি উপভাষা­ লোর-ই-বোগরগ্ (বৃহত্তর লোর) ও লোর-ই-কুচিক (ক্ষুদ্র লোর)। বেশির ভাগ লুর [[শিয়া]] মুসলমান।<ref>[http://countrystudies.us/iran/38.htm ইরান কান্ট্রিস্টাডিয]</ref> বিংশ শতাব্দীর সূচনালগ্নে বেশির ভাগ লুর ছিল [[যাযাবর]], প্রদেরএদের বৃত্তি ছিল পশুপালন। এ সময় কিছু লুর খোররমাবাদ নগরে বসবাস করত। [[পাহলভি]] সরকার লুর জাতির একটি অংশকে বসতি স্খাপনে বাধ্য করেছিল। এ জন্য কয়েকবার প্রচেষ্টা গ্রহণ করা হয়। অবশ্য এ বিষয়ে রেজা শাহের অভিযান ব্যর্থ হয়। ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভিও লুরদের স্খায়ী বসতি স্খাপনে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। তবে তিনি অল্প বলপ্রয়োগ করেন এবং স্খায়ী বসতি স্খাপনকারীদের অর্থসাহায্য দেন। তবে তিনি তার কাজ সম্পন্ন করে যেতে পারেননি কারণ ১৯৭৯ খ্রীস্টাব্দে তিনি ক্ষমতা হারান। ১৯৮০ দশকের মাঝামাঝি ইরানে লুরদের সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ।<ref>[http://countrystudies.us/iran/38.htm ইরান কান্ট্রিস্টাডিয]</ref> এ সময় অনেক লুর লোরেস্তানের বিভিন্ন শহর ও গ্রামে বসতি স্খাপন করে ; অনেকে ইরানের প্রধান শহরগুলোয় চলে যায়। এখনো অনেক লুর যাযাবর জীবনযাপন করে। শহরে বসবাসকারী লুর, বিশেষ করে বয়স্কদের মধ্যে এখনো যাযাবর জীবনের প্রভাব দেখা যায়। লুররা স্বাধীনচেতা ও অতিথিবৎসল। লুর নারীরাও যথেষ্ট স্বাধীনতা ভোগ করে।
 
== তথ্যসূত্র ==
<references/>
 
== বহিঃসংযোগ ==
* [http://www.everyculture.com/Africa-Middle-East/Lur-Bibliography.html লুর আদিবাসী গ্রন্থপঞ্জী]