বাইনারি কোডেড ডেসিমাল (বিসিডি): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
চিত্র যোগ #WPWPBN #WPWP
১ নং লাইন:
[[File:Code BCD.svg|থাম্ব|বাইনারি কোডেড ডেসিমাল (বিসিডি)]]'''বাইনারি কোডেড ডেসিমাল (বিসিডি)''' হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে [[Binaria|বাইনারি কোডকে]] ৪ বিট করে <code> 0 </code> - <code> 9 </code> অক্ষরের দ্বারা প্রকাশ করা হয়। এই কোডের মান দেখতে [[দশমিক পদ্ধতি|দশমিক সংখ্যার]] মতো তাই একে '''Binary Coded Decimal''' বলা হয়; যদিও ডেসিমাল কোড ও বাইনারি কোডেড ডেসিমাল দেখতে একই রকম হলেও প্রকৃত মান ভিন্ন।
 
'''BCD''' এর পূর্ণ রূপ হলো ''''Binary Coded Decimal ''''। ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে (০ থেকে ৯ পর্যন্ত) সমতুল্য চার-বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোডকে '''BCD '''কোড বলে। অন্যকথায় '''BCD''' কোড একটি ৪-বিট বাইনারি ভিত্তিক কোড। '''BCD''' কোড কোন সংখ্যা পদ্ধতি নয়। এটি সাধারণত ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে এনকোড করার পদ্ধতি। তাই বলা যায় '''BCD''' কোড এবং বাইনারি সংখ্যা এক নয়। '''BCD''' কোড ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি ও ভোল্টমিটার প্রভৃতিতে ব্যবহৃত হয়।