হরিপদ ভারতী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র যোগ
২৬ নং লাইন:
হরিপদ ভারতী ছাত্রাবস্থাতেই [[শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়|ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের]] মতাদর্শে আকৃষ্ট হয়ে হিন্দু মহাসভাতে যোগ দেন। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ভারতীয় জনসঙ্ঘে যোগদান করেন। দীর্ঘদিন যাবৎ তিনি এই দলের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা সর্বভারতীয়স্তরে সহ-সভাপতির পদে অধিষ্ঠ থাকেন। হরিপদ ভারতী ''জনতা দল'' এর জন্মলগ্ন থেকেই ঐ দলের সদস্য হিসাবে যোগদান করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ1=চক্রবর্তী |প্রথমাংশ1=শ্রীমান |শিরোনাম=শ্রী হরিপদ ভারতী - এক প্রামাণ্য বীক্ষণ |ইউআরএল=https://kanjik.net/haripada-bharati-1/ |ওয়েবসাইট=কাঞ্জিক |ভাষা=bn |তারিখ=২৫ জুলাই ২০২০}}</ref> [[পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৭৭|১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে]] [[জনতা পার্টি|জনতা পার্টির]] টিকিটে সাবেক [[জোড়াবাগান বিধানসভা কেন্দ্র|জোড়াবাগান বিধানসভা কেন্দ্র]] থেকে তিনি জয়লাভ করেন। [[ভারতীয় জনতা পার্টি]] স্থাপনের পর তিনি স্বভাবতই বিজেপিতে চলে আসেন ও দল কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=১৫ বছর পর বিধানসভায় পা, বিজেপির লক্ষ্য এবার ২০১৬ বিধানসভা নির্বাচন |ইউআরএল=https://zeenews.india.com/bengali/kolkata/bjp-aiming-2016-legislative-assembly-election_120671.html |কর্ম=Zee24Ghanta.com |তারিখ=১৬ সেপ্টেম্বর ২০১৪}}</ref>
===নির্বাচনী ইতিহাস===
[[ভারতের সাধারণ নির্বাচন, ১৯৬৭|১৯৬৭ সালের সাধারণ নির্বাচনে]] [[কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র|কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র]] থেকে [[ভারতীয় জনসঙ্ঘ|ভারতীয় জনসঙ্ঘের]] প্রার্থী হিসাবে হরিপদ ভারতী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৮২,৪৫৫টি (২১.০৮%) ভোট পান। [[ভারতের সাধারণ নির্বাচন, ১৯৭১|১৯৭১ সালের সাধারণ নির্বাচনে]] তিনি পুনরায়আবারও একই আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করে প্রায় ৩৪,৯৭৭টি (২১.০৮%) ভোট গ্রহণ করতে সক্ষম হন। ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সাবেক জোড়াবাগান বিধানসভা কেন্দ্রে [[জনতা পার্টি|জনতা পার্টির]] টিকিটে ভোটে দাঁড়িয়ে তিনি বিজয়ী হন। [[ভারতের সাধারণ নির্বাচন, ১৯৮০|১৯৮০ সালের সাধারণ নির্বাচনে]] তিনি আবার [[যাদবপুর লোকসভা কেন্দ্র]] থেকে জনতা পার্টির প্রার্থী হয়ে লড়েন এবং ৩১,৮৪৬টি ভোট পান।
 
==ব্যক্তিগত জীবন==