ব্রেভ ওয়েব ব্রাউজার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
→‎ইতিহাস: সংশোধন
২৫ নং লাইন:
 
== ইতিহাস ==
ব্রেভ সফটওয়্যার নামে ২৮ মে ২০১৫ সালে গঠিত একটি কোম্পানি ব্রেভ উন্নয়ন করেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেন্ডেন ইচ, ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ব্রায়ান বন্ডি। ২০ জানুয়ারি ২০১৬ সালে ব্রেভ সফটওয়্যারের প্রথম সংস্করণ প্রকাশিত হয়, যেখানে তারা তাদের অ্যাড ব্লকের বৈশিষ্ট্যটির কথা জানায়, সাথে পরবর্তী গোপনীয়তা অ্যাড বৈশিষ্ট্য ও আয় বণ্টন প্রোগ্রাম নিয়ে তাদের পরিকল্পনার কথাও জানায়। <ref name="VentureBeat Jan 2016">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://techcrunch.com/2016/01/20/with-brave-software-javascripts-inventor-is-building-a-browser-for-the-ad-blocked-future/|শিরোনাম=With Brave Software, JavaScript’s Creator Is Building A Browser For The Ad-Blocked Future; অ্যাড ব্লক সুবিধাসম্বলিত ব্রেভ ব্রাউজার তৈরীর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের স্রষ্টা এবার একটা ব্রাউজার তৈরী করছেন|শেষাংশ=হা|প্রথমাংশ=অ্যান্থনি|ওয়েবসাইট=TechCrunch|তারিখ=২০ জানুয়ারি ২০১৬|সংগ্রহের-তারিখ=২৫ ডিসেম্বর ২০১৯}}</ref>
 
জুন ২০১৮ সালে ব্রেভ পে-টু-সার্ফের একটি পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করে।
 
ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ব্রেভ মুওন নামে ইলেক্ট্রনের একটি ফোর্ক চালাতো। তবে উন্নয়ন ও ব্যবস্থাপনার ঝামেলা এড়াতে তারা পরে ক্রোমিয়ামে স্থানান্তরিত হয়। <ref name="zdnet" />
 
ইউব্লক অরিজিন, ও গোস্টারির অ্যালগরিদম থেকে থেকে উদ্বুদ্ধ হয়ে ব্রেভ জুন ২০১৯ সালে তারা [[রাস্ট (প্রোগ্রামিং ভাষা)|রাস্টে]] নতুন একটি অ্যাড ব্লকিং রুল তৈরী করে, যা তাদের মতে পূর্বের [[সি++]] এ উন্নয়নকৃত রুল থেকে ৬৯ গুণ বেশি দ্রুত। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.zdnet.com/article/brave-defies-googles-moves-to-cripple-ad-blocking-with-new-69x-faster-rust-engine/|শিরোনাম=Brave defies Google's moves to cripple ad-blocking with new 69x faster Rust engine;ব্রেভ নতুন ৬৯ গুণ বেশি দ্রুত রাস্ট ইঞ্জিনের অ্যাড ব্লকিং রুল দিয়ে গুগলের চালের পাল্টা চাল দিলো|শেষাংশ=টুং|প্রথমাংশ=লিয়াম|ওয়েবসাইট=জেডডিনেট|ভাষা=en|সংগ্রহের-তারিখ=২৫ ডিসেম্বর ২০১৯}}</ref>
 
ব্রেভ ১৩ নভেম্বর ২০১৯ সালে এর স্টেবল সংস্করণ ১.০ প্রকাশ করে। অথচ তখনই বিশ্বব্যাপী এর মাসিক ব্যবহারকারী সংখ্যা ছিলো প্রায় ৮.৭ মিলিয়ন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://brave.com/brave-launches-next-generation-browser/|শিরোনাম=Brave Launches Next-Generation Browser that Puts Users in Charge of Their Internet Experience with Unmatched Privacy and Rewards|তারিখ=১৩ নভেম্বর ২০১৯|ওয়েবসাইট=ব্রেভ ব্রাউজার|ভাষা=en-US|সংগ্রহের-তারিখ=২৫ ডিসেম্বর ২০১৯}}</ref> একই সময়ে এর প্রায় ৩ মিলিয়ন দৈনিক ব্যবহারকারী ছিলো।