বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Abdullah-Al-Tahsin (আলোচনা | অবদান)
→‎শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস: তথ্যসূত্র যোগ/সংশোধন, পরিষ্কারকরণ
Abdullah-Al-Tahsin (আলোচনা | অবদান)
৭২ নং লাইন:
বাংলাদেশে প্রথম জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করা হয় ২০১৫ সালে, ঢাকার টিচার্স ট্রেইনিং কলেজে। এই আয়োজনটি করে এসপিএসবি এবং বিএফএফ। সেখানে সারাদেশ থেকে আগত প্রায় চারশত শিক্ষার্থী অংশ নেয়। এরপর বিজয়ীদের নিয়ে একটি ৩ দিনের অনাবাসিক ক্যাম্প করা হয়। ক্যাম্পের পর নির্বাচিতদের নিয়ে একটি টিম সিলেকশন টেস্টে (টিএসটি)-এর মাধ্যমে নির্বাচন করা হয় ৬ সদস্যের পূর্ণাঙ্গ দল। সেবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ ফারসীম মান্নান মোহাম্মদীর নেতৃত্বে ১০ সদস্যের পূর্ণাঙ্গ বাংলাদেশ দল দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেয়। প্রথমবারেই বাংলাদেশ দলের সদস্য ফারহান রওনক অর্নব অর্জন করে একটি ব্রোঞ্জ পদক। যা ভবিষ্যতে এই অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্যের সম্ভাবনার বার্তা এনে দেয়।
 
এরপর ২০১৬, ২০১৭, ২০১৮ সাথেও গৌরবান্বিত ফলাফলের ধারাবাহিকতা বজার রেখে সর্বশেষ ২০১৯ সালে কাতারের দোহায় অনুষ্ঠেয় ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য আয়োজন করা হয় ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। সেবছর দোহায় অনুষ্ঠেয় ১৬তম আইজেএসওতে বাংলাদেশ দলের ছয়জন ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক অর্জন করে।<ref name="International Junior Science Olympiad">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.ijsoweb.org/|শিরোনাম=আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড|সংগ্রহের-তারিখ=২৬ জুন ২০২১|প্রকাশক=[[আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড]]|অকার্যকর-ইউআরএল=না|ইউআরএল-অবস্থা=কার্যকর}}</ref>
 
২০১৯ সালে বিডিজেএসও অনুষ্ঠিত হয় চার ক্যাটাগরিতে, সেগুলো হল প্রাইমারি (৩য়-৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি), সেকেন্ডারি (৯ম-১০ম শ্রেণি) ও বিশেষ (১১-১২ শ্রেণি, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৪ সাল বা তার পরে)। উল্লেখ্য, এবছর প্রথম প্রাইমারি ক্যাটাগরি যুক্ত করা হয়। পরবর্তীতে বিডিজেএসও-তে ভালো করার লক্ষ্যে প্রাইমারি ক্যাটাগরি যুক্ত করা হয়।<ref name="Bangladesh Junior Science Olympiad">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bdjso.org/|শিরোনাম=বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড|সংগ্রহের-তারিখ=২৬ জুন ২০২১|প্রকাশক=[[বাংলাদেশে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড]]|অকার্যকর-ইউআরএল=না|ইউআরএল-অবস্থা=কার্যকর}}</ref>
 
বিডিজেএসও অনুষ্ঠিত হয় তিনটি বিষয়ের উপর: