উয়েফা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সংশোধন
২৯ নং লাইন:
'''ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন''' ({{lang-en|UEFA}}, {{IPAc-en|j|uː|ˈ|eɪ|f|ə}} {{respell|yoo|AY|fə}}, {{lang-fr|Union des associations européennes de football}}, {{lang-de|Union der europäischen Fußballverbände}}; যা সংক্ষেপে '''উয়েফা''' নামে সুপরিচিত) হলো [[ইউরোপ|ইউরোপের]] [[ফুটবল]], [[ফুটসাল]] এবং [[বিচ ফুটবল]] পরিচালনাকারী সংস্থা। এটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা [[ফিফা|ফিফার]] ৬টি মহাদেশীয় কনফেডারেশনের মধ্যে একটি। উয়েফা [[পুরুষদের জাতীয় ফুটবল দলের তালিকা#উয়েফা (ইউরোপ)|৫৫টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের]] সমন্বয়ে গঠিত। ১৯৫৪ সালের ১৫ই জুন [[সুইজারল্যান্ড|সুইজারল্যান্ডের]] [[বাসেল|বাসেলে]] [[ফরাসি ফুটবল ফেডারেশন|ফ্রান্স]], [[ইতালীয় ফুটবল ফেডারেশন|ইতালি]] ও [[রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন|বেলজিয়ামের]] মধ্যে অনুষ্ঠিত আলোচনার ফলস্বরূপ উয়েফা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে উয়েফার সদরদপ্তর [[সুইজারল্যন্ড|সুইজারল্যন্ডের]] [[নিওঁ]]য়ে অবস্থিত।
 
[[এবে শোয়ার্ৎস]] এবং [[অঁরি দেলোনে]] হলেন যথাক্রমে এই সংস্থার প্রথম [[উয়েফার সভাপতির তালিকা|সভাপতি]] এবং সাধারণ সম্পাদক। উয়েফার বর্তমান সভাপতি হলেন [[স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন|স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের]] প্রাক্তন সসভাপতি [[আলেকসান্দের চেফেরিন]], যিনি ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে [[গ্রিস|গ্রিসের]] [[অ্যাথেন্স|অ্যাথেন্সে]] অনুষ্ঠিত দ্বাদশ বিশেষ [[উয়েফা কংগ্রেস|উয়েফা কংগ্রেসে]] উয়েফার সপ্তম সভাপতি এবং স্বয়ংক্রিয়ভাবে ফিফার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.uefa.org/about-uefa/president/index.html |শিরোনাম=President – About UEFA – Inside UEFA |শেষাংশ=uefa.com |ওয়েবসাইট=UEFA.com |সংগ্রহের-তারিখ=7 July 2018}}</ref> এই সংস্থাটি [[উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ]], [[উয়েফা নেশনস লীগ]], [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ]], [[উয়েফা ইউরোপা লীগ]], [[উয়েফা ইউরোপা কনফারেন্স লীগ]] এবং [[উয়েফা সুপার কাপ]]সহ সকল জাতীয় ও ক্লাব প্রতিযোগিতা পরিচালনা করার পাশাপাশি উক্ত সেই প্রতিযোগিতাগুলোর পুরস্কার, নিয়মকানুন এবং গণমাধ্যম অধিকার নিয়ন্ত্রণ ও সম্পাদন করে থাকে।
 
==ইতিহাস==