উয়েফা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
৩০ নং লাইন:
 
[[এবে শোয়ার্ৎস]] এবং [[অঁরি দেলোনে]] হলেন যথাক্রমে এই সংস্থার প্রথম [[উয়েফার সভাপতির তালিকা|সভাপতি]] এবং সাধারণ সম্পাদক। উয়েফার বর্তমান সভাপতি হলেন [[স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন|স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের]] প্রাক্তন সসভাপতি [[আলেকসান্দের চেফেরিন]], যিনি ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে [[গ্রিস|গ্রিসের]] [[অ্যাথেন্স|অ্যাথেন্সে]] অনুষ্ঠিত দ্বাদশ বিশেষ [[উয়েফা কংগ্রেস|উয়েফা কংগ্রেসে]] উয়েফার সপ্তম সভাপতি এবং স্বয়ংক্রিয়ভাবে ফিফার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.uefa.org/about-uefa/president/index.html |শিরোনাম=President – About UEFA – Inside UEFA |শেষাংশ=uefa.com |ওয়েবসাইট=UEFA.com |সংগ্রহের-তারিখ=7 July 2018}}</ref> এই সংস্থাটি [[উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ]], [[উয়েফা নেশনস লীগ]], [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ]], [[উয়েফা ইউরোপা লীগ]], [[উয়েফা ইউরোপা কনফারেন্স লীগ]] এবং [[উয়েফা সুপার কাপ]]সহ সকল জাতীয় ও ক্লাব প্রতিযোগিতা পরিচালনা করার পাশাপাশি উক্ত সেই প্রতিযোগিতাগুলোর পুরস্কার, নিয়মকানুন এবং গণমাধ্যম অধিকার নিয়ন্ত্রণ ও সম্পাদন করে থাকে।
 
==ইতিহাস==
[[File:Siège UEFA Nyon (Suisse).JPG|thumb|250px|[[সুইজারল্যান্ড|সুইজারল্যান্ডের]] [[নিওঁ]]য়ে অবস্থিত সদরদপ্তর]]
[[ফরাসি ফুটবল ফেডারেশন|ফ্রান্স]], [[ইতালীয় ফুটবল ফেডারেশন|ইতালি]] ও [[রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন|বেলজিয়াম]] অ্যাসোসিয়েশনের মধ্যকার আলোচনার পর ১৯৫৪ সালের ১৫ই জুন তারিখে [[সুইজারল্যান্ড|সুইজারল্যান্ডের]] [[বাজেল|বাজেলে]] উয়েফা প্রতিষ্ঠিত হয়েছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=https://www.uefa.com/MultimediaFiles/Download/EuroExperience/uefaorg/General/02/22/46/45/2224645_DOWNLOAD.pdf |শিরোনাম=60 years at the heart of football |শেষাংশ=uefa.com |তারিখ=18 May 2020 |কর্ম=UEFA.com |সংগ্রহের-তারিখ=18 May 2020 |ভাষা=en}}</ref> প্রতিষ্ঠাতা সভায় ২৫টি অ্যাসোসিয়েশন উপস্থিত ছিল, তবে উক্ত সভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বাকি ৬টি অ্যাসোসিয়েশনও প্রতিষ্ঠাতা সদস্য হিসেব স্বীকৃতি অর্জন করেছে; সর্বমোট ৩১টি অ্যাসোসিয়েশন উয়েফার প্রতিষ্ঠাকালীন সদস্য।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=https://www.uefa.com/MultimediaFiles/Download/EuroExperience/uefaorg/General/02/22/46/45/2224645_DOWNLOAD.pdf |শিরোনাম=UEFA: 60 years at the heart of football |শেষাংশ=Vieli |প্রথমাংশ=André |বছর=2014 |ওয়েবসাইট=UEFA.com |প্রকাশক=Union of European Football Associations |পাতা=169 |সংগ্রহের-তারিখ=13 May 2020 |location=Nyon}}</ref> সোভিয়েত ইউনিয়ন, যুগোস্লাভিয়া এবং চেকোস্লোভাকিয়ার বিভাজনের ফলে নতুন অঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে উয়েফা ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ৫০টি অ্যাসোসিয়েশন বেশি সদস্যে উন্নীত হয়েছে। ১৯৫৯ সাল পর্যন্ত এই সংস্থাটির প্রধান সদরদপ্তর [[ফ্রান্স|ফ্রান্সের]] [[প্যারিস|প্যারিসে]] এবং পরবর্তীকালে [[বের্ন|বের্নে]] অবস্থিত ছিল। ১৯৯৫ সালে উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে স্থানান্তরিত করা হয়েছে।
 
উয়েফার সদস্যপদ ইউরোপের একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতির সাথে অধিকাংশের সাথে সাদৃশ্যপূর্ণ (৫৫টি সদস্যের মধ্যে ৪৮টি জাতিসংঘের সার্বভৌম সদস্য রাষ্ট্র), যদিও কিছু ব্যতিক্রম রয়েছে। জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র ([[মোনাকো]]) এবং জাতিসংঘের একটি পর্যবেক্ষক রাষ্ট্র ([[ভ্যাটিকান সিটি]]) এই সংস্থার সদস্য নয়। কিছু সদস্য সার্বভৌম রাষ্ট্র নয়, কিন্তু আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে একটি বৃহত্তর স্বীকৃত সার্বভৌম রাষ্ট্রের অংশ, যার মধ্যে রয়েছে [[উত্তর আয়ারল্যান্ড]], [[স্কটল্যান্ড]], [[ইংল্যান্ড]] এবং [[ওয়েলস]] (যুক্তরাজ্যের দেশ), [[জিব্রাল্টার]] (ব্রিটিশ বৈদেশিক অঞ্চল), [[ফ্যারো দ্বীপপুঞ্জ]] (ডেনমার্ক রাজ্যের মধ্যকার অঙ্গ দেশ) এবং [[কসোভো]] (সীমিত স্বীকৃতিসহ রাজ্য), তবে এই দেশগুলোর প্রেক্ষাপটে ক্রীড়া সম্পর্কিত সরকারী অনুষ্ঠান উয়েফা সদস্য সত্তার সাথে আঞ্চলিক স্তরে বহন করা হয়।
 
কিছু উয়েফা সদস্য আন্তঃমহাদেশীয় রাষ্ট্র (আজারবাইজান, জর্জিয়া, কাজাখস্তান, রাশিয়া এবং তুরস্ক) এবং অন্যান্য সাংস্কৃতিক ও রাজনৈতিক উভয় (আর্মেনিয়া এবং সাইপ্রাস) ইউরোপের অংশ হিসেবে বিবেচিত হয়। যে সব দেশ [[এশিয়ান ফুটবল কনফেডারেশন|এশিয়ান ফুটবল কনফেডারেশনের]] (এএফসি) সদস্য ছিল, তারাও ইউরোপীয় ফুটবল সংস্থার সদস্য ছিল, বিশেষ করে ইসরায়েল (কারণ ১৯৭৪ সালে তাদের এএফসি গ্রুপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল) এবং কাজাখস্তান। কিছু উয়েফা সদস্য অ্যাসোসিয়েশন তাদের অ্যাসোসিয়েশনের প্রধান অঞ্চলের বাইরের দলগুলোকে তাদের "ঘরোয়া" প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, ফরাসি ক্লাব [[মোনাকো ফুটবল ক্লাব|মোনাকো]] (যদিও একটি পৃথক সার্বভৌম সত্তা) [[লীগ ১]]-এ; ওয়েলশ ক্লাব [[কার্ডিফ সিটি ফুটবল ক্লাব|কার্ডিফ সিটি]], [[সোয়ানসি সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব|সোয়ানসি সিটি]] এবং [[নিউপোর্ট কাউন্টি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব|নিউপোর্ট কাউন্টি]] [[প্রিমিয়ার লীগ|প্রিমিয়ার লীগে]]; উত্তর আয়ারল্যান্ড ভিত্তিক ক্লাব [[ডেরি সিটি ফুটবল ক্লাব|ডেরি সিটি]] [[লীগ অব আয়ারল্যান্ড|লীগ অব আয়ারল্যান্ডে]] এবং লিশটেনস্টাইনের ৭টি স্থানীয় লিকটেনস্টাইন সুইস লীগে অংশগ্রহণ করে, কেননা লিশটেনস্টাইনের কোন ঘরোয়া লীগ নেই, কেবল একটি কাপ প্রতিযোগিতা রয়েছে।<ref name="Bolavip">[https://us.bolavip.com/soccer/why-uefa-clubs-can-participate-in-leagues-outside-their-territory-20210110-0004.html UEFA: Why some clubs are allowed to participate in competitions outside of their territory?] https://us.bolavip.com</ref>
 
উয়েফার প্রতিনিধিত্বকারী জাতীয় দলগুলো ফিফা বিশ্বকাপে সফলতা অর্জন করেছে। এখন পর্যন্ত ২১টি আসরের মধ্যে ইউরোপীয় দলগুলো ১২টি বিশ্বকাপ শিরোপা জয়লাভ করেছে। [[ইতালি জাতীয় ফুটবল দল|ইতালি]] এবং [[জার্মানি জাতীয় ফুটবল দল|জার্মানি]] চারটি করে শিরোপা জয়লাভ করেছে; অন্যদিকে, [[ফ্রান্স|জাতীয় ফুটবল দল|ফ্রান্স]] দুটি এবং [[ইংল্যান্ড জাতীয় ফুটবল দল|ইংল্যান্ড]] এবং [[স্পেন জাতীয় ফুটবল দল|স্পেন]] একটি করে শিরোপা জয়লাভ করেছে। স্পেনের [[লা লিগা]], ইংল্যান্ডের [[প্রিমিয়ার লীগ|প্রিমিয়ার লীগ]], জার্মানির [[বুন্দেসলিগা]], ইতালির [[সেরিয়ে আ]] এবং ফ্রান্সের [[লীগ ১]] নিয়ে গঠিত তথাকথিত "বিগ ফাইভ ইউরোপিয়ান লীগ" আয়োজনের জন্যও এই দেশগুলোর অ্যাসোসিয়েশন কাজ করে।
 
== উয়েফা প্রেসিডেন্টগণ ==