আদমির মেহমেদি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
 
সম্প্রসারণ
৩১ নং লাইন:
| nationalteam-update = ০৯:১১, ২৪ জুন ২০২১ (ইউটিসি)
}}
'''আদমির মেহমেদি''' ({{lang-al|Admir Mehmedi}}; জন্ম: ১৬ মার্চ ১৯৯১) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার [[ফুটবল খেলোয়াড়]]। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর [[বুন্দেসলিগা|বুন্দেসলিগার]] ক্লাব [[ভিএফএল ভলফসবুর্গ]] এবং [[সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দল|সুইজারল্যান্ড জাতীয় দলের]] হয়ে [[আক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল)|আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি মূলত [[দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেললেও মাঝেমধ্যে [[ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়]] এবং [[বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলে থাকেন।
 
২০০৬ সালে, আদমির [[সুইজারল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-১৬ ফুটবল দল|সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৬]] দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৪ ম্যাচে ১০টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি [[ফিফা বিশ্বকাপ]] ([[২০১৪ ফিফা বিশ্বকাপ|২০১৪]]) এবং ২টি [[উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ|উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে]] ([[উয়েফা ইউরো ২০১৬|২০১৬]] এবং [[উয়েফা ইউরো ২০২০|২০২০]]) অংশগ্রহণ করেছেন।