ঢোল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ঢোল যে বাজায় তাকে বলে ঢুলি বা ঢোলি। ঢুলিরা সাধারণত ঢোলের দু’দিকে মোটা রশি বা গামছা বেঁধে গলায় ঝুলিয়ে ঢোল বাজান। ঢোল বাজাতে ডান হাতে একটি কাঠি ব্যবহার করা হয়। বাম হাতের তালু দিয়ে অন্যপ্রান্ত বাজানো হয়। ঢুলিরা ঢোলের ডান দিক কাঠির বাড়িতে এবং একই সঙ্গে হাতের চাঁটিতে বাম দিকে ঢোল বাজিয়ে থাকে। বাংলাদেশের বিনয়বাঁশী জলদাস ভারত উপমহাদেশের একজন সেরা ঢোলবাদক। ২০১০ সালে বিনয়বাঁশী জলদাসের স্মরণে - বিনয়বাঁশী জলদাসের নাতি শ্রী বিপ্লব জলদাস প্রতিষ্ঠা করেন (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পী
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
MdsShakil (আলোচনা | অবদান)
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর সম্পাদিত সংস্করণ হতে কুউ পুলক-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৭ নং লাইন:
একটি খোদাই করা কাঠের উভয় দিক চামড়া দিয়ে ঢেকে এই ঢোল তৈরি করা হয়। ঢোল পিপার মতো একটা কাঠের খোলবিশেষ, যার দুই মুখ খোলা, ভেতরটা ফাঁপা। দু’দিকে চামড়া দিয়ে আচ্ছাদন দেয়া। একমুখে থাকে গরু বা মহিষের মোটা চামড়া, অন্যপ্রান্তে থাকে ছাগলের পাতলা চামড়া। এতে মোটা ও চিকন শব্দে তালে তালে ঢোল বাজে। ঢোলের খোলটির পিঠে দড়ির টানা থাকে। এই টানাতে পিতলের কড়া লাগানো থাকে। কড়া সামনে বা পেছনে টেনে ঢোলের সুর বাধা হয়। ঢোলের খোলটা মাঝখানে একটু মোটা, দুই প্রান্ত একটু সরু।
== বাদন ==
ঢোল যে বাজায় তাকে বলে ঢুলি বা ঢোলি। ঢুলিরা সাধারণত ঢোলের দু’দিকে মোটা রশি বা গামছা বেঁধে গলায় ঝুলিয়ে ঢোল বাজান। ঢোল বাজাতে ডান হাতে একটি কাঠি ব্যবহার করা হয়। বাম হাতের তালু দিয়ে অন্যপ্রান্ত বাজানো হয়। ঢুলিরা ঢোলের ডান দিক কাঠির বাড়িতে এবং একই সঙ্গে হাতের চাঁটিতে বাম দিকে ঢোল বাজিয়ে থাকে। বাংলাদেশের [[বিনয় বাঁশী জলদাস|বিনয়বাঁশী জলদাসবাঁশি]] ভারত উপমহাদেশের একজন সেরা ঢোলবাদক। ২০১০ সালে বিনয়বাঁশী জলদাসের স্মরণে - বিনয়বাঁশী জলদাসের নাতি শ্রী বিপ্লব জলদাস প্রতিষ্ঠা করেন (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী বর্তমানে এই সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুুুুল জলদাসের ছেলে ও বিনয়বাঁশী জলদাসের নাতি শ্রী বিপ্লব জলদাস।
 
== ইতিহাস ==
'https://bn.wikipedia.org/wiki/ঢোল' থেকে আনীত