পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪,৫১০ নং লাইন:
 
====দ্বিতীয় পর্যায়====
দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে পশ্চিমবঙ্গের ১০,৫৯২টি নির্বাচন কেন্দ্রে প্রায় ৭৩ লক্ষ ভোটার নথিভুক্ত হয়েছিলেন। ৫,৫৩৫টি নির্বাচন কেন্দ্রে [[ওয়েবকাস্ট|ওয়েবকাস্টিং-এর]] আয়োজন করা হয়েছিল। এই পর্যায়ে মোট ১০,৬২০টি ব্যালট ইউনিট (বিইউ), ১০,৬২০টি কন্ট্রোল ইউনিট (সিইউ) ও ১০,৬২০টি ভিভিপ্যাট ব্যবহৃত হয়। নগদ টাকা, মদ, ড্রাগ ও বিনামূল্যে পণ্য সরবরাহ করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে কিনা তা পরীক্ষা করতে ১,১৩৭টি [[ফ্লাইং স্কোয়াড]] (এফএস) ও ১,০১২টি স্ট্যাটিক [[সার্ভিলেন্স|সার্ভিলেন্স টিম]] (এসএসটি) কার্যকরী করা হয়েছিল। [[কলকাতা]], [[দুর্গাপুর|দুর্গাপুরের]] [[অন্ডাল]] ও [[বাগডোগরা|বাগডোগরায়]] তথ্যপ্রযুক্তি বিভাগের ৩টি এয়ার ইনটেলিজেন্স ইউনিট স্থাপিত হয়। সারা পশ্চিমবঙ্গ থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ১৪,৪৯৯টি অভিযোগ দায়ের হয়, যার মধ্যে নির্বাচনের দিন সাড়ে চারটে পর্যন্ত ১১,৬৩০টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।<ref>{{Cite web|title=পোলিং ফর ফেজ ২ অসম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ কনডাক্টেড পিসফুলি |অনূদিত-শিরোনাম= অসম ও পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রগুলির দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত |url=https://eci.gov.in/files/file/13229-polling-for-phase-2-assam-and-west-bengal-assembly-constituencies-conducted-peacefully/|access-date=২০২১-০৪-০২|website=ভারতের নির্বাচন কমিশন}}</ref>
 
==ফলাফল==