নেদারল্যান্ডস জাতীয় মহিলা ক্রিকেট দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
৩৯ নং লাইন:
১৯৩৭ সাল থেকে [[মহিলাদের একদিনের আন্তর্জাতিক|মহিলাদের আন্তর্জাতিকে]] অংশ নিচ্ছে দলটি। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ড সফরের প্রাক্কালে প্রথম [[মহিলাদের অ্যাশেজ|অ্যাশেজ]] সফরের অংশ নেয়ার পূর্বে সফরকারী [[অস্ট্রেলিয়া জাতীয় মহিলা ক্রিকেট দল|অস্ট্রেলিয়া মহিলা দলের]] বিপক্ষে দলটি প্রতিদ্বন্দ্বিতা করে।
 
দলটি নিয়মিতভাবে পরবর্তী দশকগুলোয় ইংরেজ ক্লাব দলগুলোর বিপক্ষে অংশ নেয়। ১৯৮০-এর দশকের শুরুতে নিয়মিতভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা ঘোষণা করে।<ref>[http://cricketarchive.com/Archive/Teams/0/986/Other_Womens_Matches.html Other women's matches played by Netherlands women] {{ওয়েব আর্কাইভ|url=https://web.archive.org/web/20151126042640/http://cricketarchive.com/Archive/Teams/0/986/Other_Womens_Matches.html |date=২৬ নভেম্বর ২০১৫ }} – CricketArchive. Retrieved 25 November 2015.</ref>
১৯৮৪ সালে পুরুষ দলের [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশগ্রহণের ১২ বছর পূর্বে [[নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] বিপক্ষে মহিলা দল অংশ নেয়। খেলায় দলটি ৬৭ রানে পরাজিত হয়। [[1988 Women's Cricket World Cup|১৯৮৮]] সালে [[মহিলা ক্রিকেট বিশ্বকাপ|মহিলা ক্রিকেট বিশ্বকাপে]] প্রথমবার খেলে। প্রতিযোগিতায় তারা সর্বশেষ স্থান অধিকার করে। ১৯৮০-এর দশকের শেষার্ধ্ব থেকে ২০০০-এর দশকের শুরুর দিক পর্যন্ত দলটি শীর্ষস্থানীয় দলরূপে বিবেচিত হতো। ১৯৮৮ থেকে ২০০০ সালের বিশ্বকাপে ধারাবাহিকভাবে চারবার অংশ নেয়। তন্মধ্যে, ১৯৯৩ সালের ক্রিকেট বিশ্বকাপে দলটি পুণরায় নিরাশ করে। এবারো তারা সর্বশেষ স্থানে অবস্থান করে। [[১৯৯৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ|১৯৯৭]] সালের আসরে তারা কোয়ার্টার-ফাইনাল অবদি পৌঁছে। ২০০০ সাল থেকে ডাচ দল বিশ্বকাপ কিংবা [[আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০|বিশ্ব টুয়েন্টি২০]] আসরে খেলার যোগ্যতা অর্জনে সক্ষমতা দেখায়নি। তাস্বত্ত্বেও [[2011 Women's Cricket World Cup Qualifier|২০১১]] সালের বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত দলটির ওডিআই মর্যাদা অক্ষুণ্ন থাকে।