ননীবালা গুহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
লিঙ্ক
১ নং লাইন:
'''ননীবালা গুহ''' (১৮৮৪― জুন, ১৯৯০) একজন [[বাঙালি জাতি|বাঙালি]] [[ভারতের স্বাধীনতা আন্দোলন|স্বাধীনতা সংগ্রামী]] ও সমাজসেবক। তিনি বাঁকুড়ার ‘গান্ধীবুড়িগান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন।
 
==অবদান==
১৮৮৪ সালে ননীবালা গুহ [[বাঁকুড়া জেলারজেলা]]<nowiki/>র ইন্দাসের আকুই গ্রামের রক্ষিত পরিবারে জন্মগ্রহন করেন। মাত্র ন বছর বয়েসে জগত্‍দুর্লভ গুহের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিবাহের দুই বছরের মধ্যে বিধবা হন তিনি। স্বাধীনতা সংগ্রামী জগবন্ধু দত্তের অনুপ্রেরণায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কর না দেওয়ার আন্দোলনে যোগ দেন। ১৯৪২ সালের [[ভারত ছাড়ো আন্দোলন|ভারত ছাড়ো আন্দোলনে]] যোগ দিয়েও কারাবরণ করেছেন। মেদিনীপুর সেন্ট্রাল জেলে দীর্ঘদিন আটক ছিলেন ননীবালা। [[বর্ধমান জেলা|বর্ধমান]] ও বাঁকুড়া জেলায় নারীশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=সংসদ বাঙালি চরিতাভিধান|শেষাংশ=দ্বিতীয় খন্ড|প্রথমাংশ=অঞ্জলি বসু|প্রকাশক=সাহিত্য সংসদ|বছর=২০০৪|আইএসবিএন=81-86806-99-7|অবস্থান=কলকাতা|পাতাসমূহ=১৪৬}}</ref> জীবনের সমস্ত সঞ্চয় তিনি বিদ্যালয়কে দান করে যান। স্বাধীনতার পরে [[ভারত সরকার]] তাঁকে তাম্রফলক দ্বারা সম্মানিত করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.khaboronline.com/news/state/bankura/32nd-death-anniversary-of-nanibala-guha-observed-in-akui-in-bankura/|শিরোনাম=বাঁকুড়ার আকুইয়ে 'গান্ধীবুড়ি' ননীবালা গুহর ৩২তম তিরোধান দিবস পালিত|শেষাংশ=অনলাইন|প্রথমাংশ=খবর|তারিখ=2021-04-18|ওয়েবসাইট=KhaborOnline|ভাষা=en-US|সংগ্রহের-তারিখ=2021-06-13}}</ref>
 
==তথ্যসূত্র==