ননীবালা গুহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
তথ্যসূত্র যোগ হল
২ নং লাইন:
 
==অবদান==
১৮৮৪ সালে ননীবালা দেবী বাঁকুড়ার ইন্দাসের আকুই গ্রামে জন্মগ্রহন করেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কর না দেওয়ার আন্দোলনে যোগ দেন। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েও কারাবরণ করেছেন। মেদিনীপুর সেন্ট্রাল জেলে দির্ঘদিন আটক ছিলেন ননীবালা। বর্ধমান ও বাকুড়া জেলায় নারীশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=সংসদ বাঙালি চরিতাভিধান|শেষাংশ=দ্বিতীয় খন্ড|প্রথমাংশ=অঞ্জলি বসু|প্রকাশক=সাহিত্য সংসদ|বছর=২০০৪|আইএসবিএন=81-86806-99-7|অবস্থান=কলকাতা|পাতাসমূহ=১৪৬}}</ref> জীবনের সমস্ত সঞ্চয় তিনি বিদ্যালয়কে দান করে যান। স্বাধীনতার পরে ভারত সরকার তাঁকে তাম্রফলক দ্বারা সম্মানিত করে।
 
==তথ্যসূত্র==