কোষ প্রাচীর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিষ্কারকরণ
৯ নং লাইন:
সূক্ষ্ম গঠন:-
 
কোষ প্রাচীর এর প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা-ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। এক হাজার থেকে তিন হাজার সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় 100 টি সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে।মাইসেলিকেকরে। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক ধরা হয়। প্রায় ২০ টি মাইসেলি নিয়ে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250 টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু গঠন করে।
== কাজ ==
উদ্ভিদ কোষের বাইরের আবরনআবরণ হিসেবে কোষপ্রাচীর নিম্নোক্ত কাজ করে থাকে। যথা-
 
১। [[কোষ (জীববিজ্ঞান)|কোষ]]<nowiki/>কে নির্দিষ্ট আকার দান করে।
২৩ নং লাইন:
৫। এক কোষ থেকে অন্য কোষকে পৃথক করে।
 
৬|৬। বহিঃ ও অন্তঃ উদ্দীপনার পরিবাহকরূপে প্লাসমোডেসমাটা কাজ করে।
 
== তথ্যসূত্র ==