হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
৫৮ নং লাইন:
১৯৭৭ সালের অ্যাশেজ টেস্টে [[জিওফ বয়কট]] তার নিজস্ব [[প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১০০ শতরানের অধিকারী ব্যাটসম্যানদের তালিকা|শততম প্রথম-শ্রেণীর শতক]] হাঁকান। চারদিন পর ঐ খেলায় [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দল]] জয় পায়। পাশাপাশি সিরিজ জয় করে [[অ্যাশেজ সিরিজের তালিকা|অ্যাশেজ]] করায়ত্ত্ব করে।
 
১৯৮১ সালের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড দল [[ফলো-অন|ফলো-অনের]] কবলে পড়ে। তবে, [[ইয়ান বোথাম|ইয়ান বোথামের]] অপরাজিত ১৪৯ রান ও পরবর্তীতে [[বব উইলিস]] ৮/৪৩ পেলে ইংল্যান্ড দল নাটকীয়ভাবে ১৮ রানে জয় পায়। অস্ট্রেলিয়া দলের দুই সদস্য ৫০০-১ ব্যবধানে বাজী ধরেছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফলো-অনে থাকার পরও জয়ের ঘটনা এটি। ২০০১ সালের পূর্ব-পর্যন্ত এ ঘটনা আর ঘটেনি।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://news.bbc.co.uk/sport/hi/english/static/in_depth/cricket/2001/ashes/classics/1981.stm |শিরোনাম=In Depth &#124; The Ashes |প্রকাশক=BBC Sport |তারিখ= |সংগ্রহের-তারিখ=7 April 2013 |আর্কাইভের-তারিখ=১৫ জুলাই ২০০৯ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20090715183908/http://news.bbc.co.uk/sport/hi/english/static/in_depth/cricket/2001/ashes/classics/1981.stm |ইউআরএল-অবস্থা=অকার্যকর }}</ref>
 
১৯৯১ সালে [[গ্রাহাম গুচ|গ্রাহাম গুচের]] অপরাজিত ১৫৪ রানের কল্যাণে ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সংগৃহীত ২৫২ রানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] ছিলেন তিনি। এ পর্যায়ে [[ম্যালকম মার্শাল]], [[কার্টলি অ্যামব্রোস]] ও [[কোর্টনি ওয়ালস|কোর্টনি ওয়ালসের]] বোলিং আক্রমণ সামাল দিয়েছিলেন গ্রাহাম গুচ।