ছোটগল্প: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ত্রুটি সংশোধন (ID: 19) অউব্রা ব্যবহার করে
২ নং লাইন:
'''ছোটগল্প''' (বিকল্প বানান '''ছোট গল্প''') বাংলাই না সমগ্র কথাসাহিত্যের একটি বিশেষ রূপবন্ধ যা কাহিনীভিত্তিক এবং দৈর্ঘ্যে হ্রস্ব, তবে ছোটগল্পের আকার কী হবে সে সম্পর্কে কোন সর্বসম্মত সিদ্ধান্ত নেই। সব ছোটগল্পই [[গল্প]] বটে কিন্তু সব গল্পই ছোটগল্প নয়। একটি কাহিনী বা গল্পকে ছোটগল্পে উত্তীর্ণ হওয়ার জন্য কিছু নান্দনিক ও শিল্পশর্ত পূরণ করতে হয়। ছোটগল্পের সংজ্ঞার্থ কী সে নিয়ে সাহিত্যিক বিতর্ক ব্যাপক। এককথায় বলা যায়- যা আকারে ছোট, প্রকারে গল্প তাকে ছোটগল্প বলে।
 
== ছোটগল্পের সংজ্ঞায়ন ও বৈশিষ্ট্য ==
[[এডগার অ্যালান পো]]-এর মতে, '''যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘণ্টার মধ্যে এক নিশ্বাসে পড়ে শেষ করা যায়, তাকে ছোট গল্প বলে।''' আবার [[এইচ জি ওয়েলস]] বলেছেন, '''ছোটগল্প সাধারণত ১০ হতে ৫০ মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়।''' <ref name="ReferenceA">দাশ, শ্রীশচন্দ্র (২০১৩), ''সাহিত্য সন্দর্শন'', আফসার ব্রাদার্স, ঢাকা।</ref> ছোটগল্পে জীবনের সামগ্রিক দিকটি উপন্যাসের মতো বিস্তারিতভাবে বর্ণিত না হয়ে বরং এর খণ্ডাংশকে পরিবেশিত হয়। এজন্য ছোটগল্প যথাসম্ভব বাহুল্যবর্জিত, রসঘন ও নিবিড় হয়ে থাকে। সংগত কারণেই এতে পাত্রপাত্রী বা চরিত্রের সংখ্যা খুবই সীমিত হয়। ছোটগল্পের প্রারম্ভ ও প্রাক্কাল সাধারণৎ খানিকটা নাটকীয় হয়।
 
== রবীন্দ্রনাথ ও ছোটগল্পের ধারণা ==
বাংলা ছোটগল্প ব্যাখ্যা করতে গিয়ে কবি [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] [[সোনার তরী|'সোনারতরী]]' কাব্যের যে 'বর্ষাযাপন' কবিতাটি প্রায়শই উদ্ধৃত হয়ে থাকে তা নিম্নরূপ:<ref>{{সংবাদ উদ্ধৃতি |লেখক=রবীন্দ্রনাথ ঠাকুর |শিরোনাম=সোনার তরী/বর্ষাযাপন |সংবাদপত্র=উইকিসংলন |ইউআরএল=https://bn.wikisource.org/wiki/%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%80/%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8}}</ref>
 
২৫ নং লাইন:
এই পদ্যখণ্ডে ছোটগল্পের যে সকল গুণাগুণ বর্ণনা করা হয়েছে তা বহু ছোটগল্পের ক্ষেত্রেই প্রাসঙ্গিক। কিন্তু এটিই এর সার্বিক গুণবিচারের মাপকাঠি নয়। এ সকল গুণাগুণের অতিরিক্ত বৈশিষ্ট্য সমন্বিত ছোটগল্প প্রায়শই লিখিত হয়ে থাকে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ছোটগল্প এমন হতে হবে যে " শেষ হইয়াও হইল না শেষ " অর্থাৎ গল্প শেষ হয়ে গেলেও যাতে রেশ থেকে যায় ।
 
== বাংলা ভাষায় ছোটগল্পের উত্থান ==
''[[গল্পগুচ্ছ]]'' নামীয় গ্রন্থে সংকলিত রবীন্দ্রনাথ ঠাকুরের যে সকল ছোটগল্প সংকলিত সেগুলো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোটগল্প হিসাবে অদ্যাবধি চিহ্নিত এবং বহুল পঠিত। বাংলা ছোটগল্পের সার্থক স্রষ্টা রবীন্দ্রনাথ। তার 'ঘাটের কথা' ছোটগল্পটি বাংলাভাষার প্রথম সার্থক ছোটগল্পের স্বীকৃতি পেয়েছে। অতঃপর [[মানিক বন্দ্যোপাধ্যায়]], কাজী নজরুল ইসলাম, [[তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়]], [[বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়]], [[নারায়ণ গঙ্গোপাধ্যায়]], [[প্রেমেন্দ্র মিত্র]], [[বনফুল]], ([[বলাইচাঁদ মুখোপাধ্যায়]]), [[বিভূতিভূষণ মুখোপাধ্যায়]], [[সুবোধ ঘোষ]], [[নরেন্দ্রনাথ মিত্র]], [[আশাপূর্ণা দেবী]], [[জগদীশ গুপ্ত]], [[জ্যোতিরিন্দ্র নন্দী]], [[মনোজ বসু]] [[হুমায়ূন আহমেদ]] প্রমুখের রচনানৈপুণ্যে বাংলা ছোটগল্পনতুন দিগন্তে প্রবেশ করেছে।
 
== ছোটগল্পের শ্রেণিবিভাগ ==
# '''প্রেমবিষয়ক''' : এসব গল্পে প্রেম ও রোমান্স প্রাধান্য পায়। যেমনঃ [[Ivan Turgenev]]-এর ''The Distruct Doctor''; [[বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়|বঙ্কিমচন্দ্রের]] ''রাধারাণী''; [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথের]] ''নষ্টনীড়'', ''একরাত্রি''; [[মানিক বন্দ্যোপাধ্যায়|মানিকের]] ''সর্পিল'' শিউলিমালা [নজরুল] ইত্যাদি।
# '''সামাজিক''' : সামাজিক প্রতিবেশ ও বিশেষ সমাজের রূপায়নরূপায়ণ ফুটে ওঠে এসব গল্পে। যেমনঃ রবীন্দ্রনাথের ''পোস্টমাস্টার'', [[তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়|তারাশঙ্করের]] ''পিতাপুত্র'' প্রভৃতি।
# '''প্রকৃতি ও মানুষ''' : এসব গল্পে সাধারণতঃ প্রকৃতির পটভূমিতে চরিত্রাঙ্কন করা হয়। উদাহরণস্বরূপঃ রবীন্দ্রনাথের ''তারাপদ'', মনোজ বসুর ''বনমর্মর''।
# '''অতিপ্রাকৃত''' : এ ধরনের গল্পে অতিপ্রাকৃত-ভাব বা রহস্য-আচ্ছন্নতা লক্ষ করা যায়। উদাহরণঃ রবীন্দ্রনাথের ''নিশীথে'', ''ক্ষুধিতপাষাণ'', [[শরদিন্দু বন্দ্যোপাধ্যায়|শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের]] ''মর্কট''।
৪৬ নং লাইন:
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
{{সূত্রতালিকা}}
 
[[বিষয়শ্রেণী:সাহিত্য]]