গিরিপথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:হাঁটা যোগ
ত্রুটি সংশোধন (ID: 19) অউব্রা ব্যবহার করে
৩ নং লাইন:
'''গিরিপথ''' বা '''গিরিবর্ত্ম''' হল পর্বতপ্রণালী বা পর্বতের ঢালে অবস্থিত সড়ক পথ। গিরিপথ অনেকক্ষেত্রে শুধু মানুষের গমনযোগ্য হয়, আবার অনেক ক্ষেত্রে মানুষ ও যানবাহন উভয়েই চলতে পারে। পৃথিবীর অনেক পর্বতমালা মানুষের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করেছে, তাই এসব ক্ষেত্রে প্রাগঐতিহাসিক কাল ধরে গিরিপথ মানুষের চলাচলে সাহায্য করেছে। ব্যবসা-বাণিজ্য, যুদ্ধ, অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গিরিপথের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। যানবাহন চলাচল উপযোগী পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ হল মানা পাস, যা [[ভারত|ভারতের]] [[হিমালয়]] পর্বতমালায় অবস্থিত। মান পাস [[চীন]], [[তীব্বত|তিব্বত]] ও ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে গিয়েছে।পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ হলো কলোরাডোর আলিপনা যার উচ্চতা ১৩৫৫০ ফুট।
 
==বিবরণ==
গিরিপথ সাধারণত পর্বতের নিচু অংশ, ধার দিয়ে নির্মিত হয়। দুই পর্বতের মধ্যবর্তী অংশ দিয়ে সাধারণত গিরিপথ হয়।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ= Eberhart |প্রথমাংশ= Mark E. |শিরোনাম= Why Things Break: Understanding the World by the Way it Comes Apart |বছর= 2004 |প্রকাশক= Random House |আইএসবিএন= 978-1-4000-4883-0 |পাতা= 232 |ইউআরএল= https://books.google.com/books?id=wo9wGKk9MVsC&pg=PT236 |সংগ্রহের-তারিখ= 6 November 2010}}</ref><ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ১= Bishop |প্রথমাংশ১= Michael P. |শেষাংশ২= Shroder |প্রথমাংশ২= John F. |শিরোনাম= Geographic Information Science and Mountain Geomorphology |বছর= 2004 |প্রকাশক= Springer |আইএসবিএন= 978-3-540-42640-0 |পাতাসমূহ= 86–87 |ইউআরএল= https://books.google.com/books?id=6TGu7-mwSNYC&pg=PA86 |সংগ্রহের-তারিখ= 6 November 2010}}</ref> এছাড়া নদীর উৎসস্থলের খুব নিকটেই অনেক গিরিপথ দেখা যায়। গিরিপথ দৈর্ঘ্যে অনেক ছোট হয়ে থাকে, আবার কয়েক কিলোমিটার বিস্তৃতও হয়। দীর্ঘ গিরিপথের সর্বোচ্চ স্থান জরিপের মাধ্যমে নির্ণীত হয়।
আধুনিককালে অনেক গিরিপথ দিয়ে যানবাহন চলাচলের উপযোগী রাস্তা নির্মিত হয়েছে। কিছু গিরিপথ দিয়ে রেলপথও নির্মিত হয়েছে। এছাড়া কিছু গিরিপথের তল দিয়ে সুরঙ্গপথও নির্মিত হয়েছে, যাতে প্রতিকূল আবওহাওয়া সত্ত্বেও যানবাহন চলাচল করতে পারে।