অ্যাঞ্জেলিনা জোলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Maksud (আলোচনা | অবদান)
রেফ +
৩৮ নং লাইন:
১৯৯৭ সালে জীবনীভিত্তিক চলচ্চিত্র ''[[জর্জ ওয়ালেস (চলচ্চিত্র)|জর্জ ওয়ালেস]]''-এ [[কর্নেলিয়া ওয়ালেস]] চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর পরিচিতি বাড়তে শুরু করে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন ও [[এমি পুরস্কার|এমি পুরস্কারের]] জন্য মনোনীত হন। এই চলচ্চিত্রে [[আলাবামা|আলাবামার]] গভর্নর [[জর্জ ওয়ালেস|জর্জ ওয়ালেসের]] চরিত্রে অভিনয় করেন [[গ্যারি সিনাইস]]। পরিচাল [[জন ফ্রাঙ্কেনহাইমার]] সমালোচকদের দৃষ্টিতে প্রশংসিত হন, ও বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন; এর মধ্যে আছে সেরা মিনি ধারাবাহিক/টেলিচলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জয়। এই চলচ্চিত্রে জোলির জোলির চরিত্রটি ছিলো বিচ্ছিন্ন এক সাবেক গভর্নরের দ্বিতীয় স্ত্রী হিসেবে, এবং ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দিতা করার সময় এই গভর্নর গুলিবিদ্ধ ও পক্ষাঘাতগ্রস্থ হন।
 
১৯৯৮ সালে তিনি [[এইচবিও]] প্রযোজিত চলচ্চিত্র ''[[জিয়া]]''-তে নাম ভূমিকায় অভিনয় করেন, যেখানে তাঁর চরিত্রটি ছিলো [[সুপারমডেল]] [[জিয়া কারাঞ্জি|জিয়া কারাঞ্জির]]। ছবিটির মুখ্য বিষয়গুলো ছিলো যৌনতা, মাদক, আবেগ, এবং মাদকাসক্তির কারণে কারাঞ্জির শারীরিক ও পেশাগত জীবনের ক্রম অধঃপতন; অবশেষে সবকিছু থেকে তাঁর হাল ছেড়ে দেওয়া ও [[এইডস|এইডসে]] আক্রান্ত হয়ে মৃত্যুবরণ। রীল ডট কমের ভেনেসা ভেন্সি বলেন, “অ্যাঞ্জেলিনা জোলি জিয়া চরিত্রে অভিনয় করে ভালো পরিচিতি লাভ করেছেন, এবং এটা কেনো, তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। জোলি তাঁর চরিত্রাভিনয়ে ছিলেন বিপ্লবী—তাঁর অংশগুলো তিনি চিত্রিত করেছেন এক ধরনের দৃঢ়তা, আকর্ষণীয়তা, এবং বেপরোয়াত্বের সাথে—এই চলচ্চিত্রে তাঁর ভূমিকাটি খুব সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে অপ্রতিরোধ্য অভিনয়।”<ref>ভেন্সি, ভেনেসা। [http://reel.com/movie.asp?MID=42045&PID=10086013&Tab=reviews&CID=18 জিয়া (১৯৯৮)]। রীল ডট কম। নিশ্চিতকরণ: ৮ সেপ্টেম্বর, ২০০৮।</ref> দ্বিতীয় বছরের জন্য জোলি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং এমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। সেই সাথে তিনি তাঁর প্রথম [[স্ক্রীন অ্যাক্টরস গিল্ড পুরস্কার|স্ক্রীন অ্যাক্টরস গিল্ড পুরস্কারটি]] লাভ করেন। ''জিয়া''তে অভিনয়ের সময় জোলি তাঁর স্বামী জনি লী মিলারকে বলেছিলেন যে তিনি তাঁকে ফোন করতে পারবেন না: “আমি তাঁকে বলতাম: ‘আমি নিঃসঙ্গ, আমি মারা যাচ্ছি, আমি সমকামী; তোমার সাথে আমার সামনের কয়েক সপ্তাহ দেখা হবে না।’”<ref name="Angelina Jolie interviews featuring Jonny Lee Miller">[http://www.jonnyleemiller.co.uk/angelinajolie.html জনি লী মিলার সম্পর্কিত অ্যাঞ্জেলিনা জোলির সাক্ষাৎকার]। জনিলিমিলার ডট সিও ডট ইউকে। নিশ্চিতকরণ: ৮ সেপ্টেম্বর, ২০০৮।</ref>
 
''জিয়া''-তে অভিনয় করার পর জোলি তাঁর আবাসস্থল পরিবর্তন করে [[নিউ ইয়র্ক|নিউ ইয়র্কে]] চলে যান এবং কিছু দিনের জন্য অভিনয় থেকে বিরতি নেন, কারণ তিনি তখন এমনটি অনুভব করছিলেন যে তাঁর “কিছুই দেবার নেই”। তিনি [[নিউ ইয়র্ক ইউনিভার্সিটি|নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে]] চলচ্চিত্র পরিচালনার ওপর পড়াশোনা শুরু করেন এবং লিখিত ক্লাসগুলোতে নিয়মিত অংশ নিতে থাকেন। ''[[ইনসাইড দ্য অ্যাক্টরস স্টুডিও]]'' নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাকে আবার টেনে তোলার জন্য এটাই ভালো উপায়”।<ref name="Inside the Actors Studio">[http://www.tv.com/inside-the-actors-studio/angelina-jolie/episode/425020/summary.html?tag=ep_list;title;15 ইনসাইড দ্য অ্যাক্টরস স্টুডিও, ১৬৯তম পর্ব]। ব্রাভো। ৫ জুন, ২০০৫। নিশ্চিতকরণ: ৮ সেপ্টেম্বর, ২০০৮।</ref>