ডোকরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:বস্তার জেলা যোগ
৭ নং লাইন:
 
==পদ্ধতি==
ডোকরা শিল্প পদ্ধতি একটি জটিল ও সময় সাপেক্ষ, সূক্ষ্য শিল্প কর্ম। প্রথমে শিল্পীরা পুকুর থেকে লাল বা সাদা মাটি সংগ্রহ করে ও মাটির মণ্ড তৈরি করে; এর পর মাটি দিয়ে হাতে করে একটি অবয়ব তৈরি করে। অবয়বটির উপর মোম, তেল এর প্রলেপ দেওয়া হয় । শেষে নরম মাটির প্রলেপ দেওয়া হয়। এর পর এটিকে পোড়ানো হয়। ফলে মোম গলে একটি ছিদ্র দিয়ে বাইড়ে বেরিয়ে আসে ।এর পর ওই ছিদ্র দিয়ে গলানো পিতল ঢালা হয় এবং শক্ত হলে মূর্তিটি সংগ্রহ করা হয়। মূর্তিটি এর পর [[শিরিষ কাগজ]] দ্বারা ঘষে উজ্জলউজ্জ্বল করা হয়।
==পশ্চিমবঙ্গের ডোকরা শিল্প==
[[চিত্র:Dhokra Art - Saturday Haat - Sonajhuri - Birbhum 2014-06-28 5276.JPG|thumb|পশ্চিমবঙ্গের ডোকরা শিল্পের কিছু নিদর্শন