মার্ক ডেকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
কোচিং - অনুচ্ছেদ সৃষ্টি!
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = মার্ক ডেকার
| image =
১৩ নং লাইন:
| heightcm =
| heightm =
| family =
 
| batting = বামহাতি
৩৬ নং লাইন:
| lastodidate = ৩ নভেম্বর
| lastodiyear = ১৯৯৬
| odishirt =
 
| club1 = [[Matabeleland cricket team|মাতাবেলেল্যান্ড]]
১০৬ নং লাইন:
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে [[Matabeleland cricket team|মাতাবেলেল্যান্ড দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন '''মার্ক ডেকার'''।
 
ডিসেম্বর, ২০১৮ সালে ইংল্যান্ডের [[Kent Women cricket team|কেন্ট মহিলা ক্রিকেট দলের]] প্রধান কোচ হিসেবে তাকে মনোনীত করা হয়। এর পরের বছরেই [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব একাডেমির]] কোচ হিসেবে মার্ক ডেকারকে নিযুক্ত করা হয়।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১১৩ নং লাইন:
১৯৬৯ সালে তৎকালীন রোডেশিয়ার ম্যাশোনাল্যান্ডের গাতুমা এলাকায় মার্ক ডেকারের জন্ম।<ref name=ci>[http://www.espncricinfo.com/ci/content/player/55367.html Mark Dekker], [[CricInfo]]. Retrieved 2018-02-03.</ref> তার পরিবার পূর্বে দক্ষিণ আফ্রিকায় বসবাস করতো। বুলাওয়েতে শৈশবকাল অতিবাহিত করেন। বুলাওয়ের ক্রিস্টিয়ানি ব্রাদার্স কলেজে পড়াশুনো করেছেন তিনি। সেখানেই তিনি নিয়মিতভাবে ক্রিকেট খেলায় অংশ নিতেন।<ref name=ward>Ward J (1997) [http://feedsuk.cricinfo.com/link_to_database/NATIONAL/ZIM/BIOGRAPHY/DEKKER_MH.html Mark Dekker: Biography], Cricinfo Zimbabwe, January 1997. Retrieved 2108-02-03.</ref> জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৫ ও জিম্বাবুয়ের বিদ্যালয় দলের পক্ষে খেলার সুযোগ পান।<ref name=ward /><ref name=ca>[https://cricketarchive.com/Archive/Players/2/2104/2104.html Mark Dekker], CricketArchive. Retrieved 2017-02-03.</ref>
 
বিদ্যালয় জীবন সম্পন্ন করার পর ১৯৮৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইংল্যান্ডভিত্তিক [[Central Lancashire Cricket League|সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার ক্রিকেট লীগে]] [[Crompton Cricket Club|ক্রম্পটন ক্রিকেট ক্লাবে]] খেলেন। ১৯৯০ সালে জিম্বাবুয়েতে ওল্ড মিল্টনিয়ান্স ও প্রাদেশিক প্রথম-শ্রেণীর ক্রিকেট দলের মর্যাদা প্রাপ্তির পূর্বে মাতাবেলেল্যান্ডে খেলেন।<ref name=ward /> জিম্বাবুয়ের কিশোর দলের সদস্যরূপে পাকিস্তান বি-দলের মুখোমুখি হন। পরবর্তীতে খেলাটিকে প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা দেয়া হয়। অন্যান্য সফরকারী দল ও ঘরোয়া ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দূর্দান্ত খেলা উপহার দেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে চৌদ্দটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও তেইশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন মার্ক ডেকার। ডিসেম্বর, ১৯৯৩ সালে টেস্ট দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন। ১ ডিসেম্বর, ১৯৯৩ তারিখে করাচীতে স্বাগতিক পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৬ ডিসেম্বর, ১৯৯৬ তারিখে হারারেতে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
টেস্ট ক্রিকেটে অভিষেকের পূর্বেই একদিনের আন্তর্জাতিকে অংশ নেন তিনি। ঘরোয়া ক্রিকেটে সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ অক্টোবর, ১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিস্ময়করভাবে ওডিআই দলে তাকে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করা হয়।<ref name=ward />
 
অভিষেক টেস্টের উভয় ইনিংসেই শতরানের জুটি গড়েন। তবে, ২৪০ রানের জয়ের লক্ষ্যমাত্রায় নেমে সুবিধে করতে পারেনি। দলের সংগ্রহ ১৩৫/১ থেকে ১৮৭ রানে গুটিয়ে যায়। এ দুটি অর্ধ-শতরানই তিনি তার সমগ্র খেলোয়াড়ী জীবনে খেলেছেন। এছাড়াও, তার ব্যাটিং গড় বেশ হতাশাব্যঞ্জক।