ক্লদ হেন্ডারসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
১৩৩ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে সাতটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও চারটিমাত্র [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশগ্রহণ করেছেন ক্লদ হেন্ডারসন। ৭ সেপ্টেম্বর, ২০০১ তারিখে হারারেতে স্বাগতিক [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৫ অক্টোবর, ২০০২ তারিখে পচেফস্ট্রুমে সফরকারী [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশ দলের]] বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
দক্ষিণ আফ্রিকার পক্ষে সাত টেস্ট ও চারটি ওডিআইয়ে অংশ নেয়ার পর দেশত্যাগ করেন। [[প্যাট সিমকক্স|প্যাট সিমকক্সের]] পর [[পল অ্যাডামস|পল অ্যাডামসের]] অনুকূলে স্পিন বোলিং চলে যায়। এরপর, [[নিকি বোয়ে]] এ দায়িত্ব পালন করেন। ফলশ্রুতিতে, দীর্ঘদিন অপেক্ষার প্রহর গোনার পর ২৯ বছর বয়সে ২০০১ সালে ক্লদ হেন্ডারসনকে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এ পর্যায়ে নিকি বোয়ের অস্ত্রোপচারের জন্যে তিনি দক্ষিণ আফ্রিকা দলে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত হন। প্রতিবেশী রাষ্ট্র জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে তার অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরপর, নিকি বোয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করলে নিজ দেশে সফরকারী [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতের]] বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সুযোগ পান।<ref>[http://content-uk.cricinfo.com/southafrica/content/story/273284.html Cricinfo – Paul Harris added to South African Test squad<!-- Bot generated title -->]</ref> তবে, তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ পর্যায়ে তিনি লিচেস্টারশায়ারের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। কেবলমাত্র, [[ক্রিকেট সাউথ আফ্রিকা|সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের]] তরফে চুক্তিবদ্ধ হলেই তিনি দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলবেন বলে জানান।
 
৪১ বছর বয়সী ক্লদ হেন্ডারসন ২০১৩ সাল শেষে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকায় ফিরে টেলিভিশনে ক্রিকেট বিশ্লেষক ও কোচের দায়িত্ব গ্রহণের পরিকল্পনা করেন।<ref>[https://www.bbc.co.uk/sport/0/cricket/22714470 Claude Henderson: Leicestershire bowler to retire]</ref> এপ্রিল, ২০১৩ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপের শেষ খেলায় [[গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|গ্লুচেস্টারশায়ারের]] বিপক্ষে খেলেন। বেনি হাওয়েল<!-- Benny Howell --> তার সর্বশেষ শিকারে পরিণত হয়েছিলেন।