ক্লিমেন্ট গিবসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৫১ নং লাইন:
১৯১৮ সালে [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] কারণে কোন প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা আয়োজন হয়নি। ফলে, [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃপক্ষ সরকারী বিদ্যালয় থেকে আসা অন্য চারজন বোলারের সাথে তাকেও অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটারের]] সম্মাননায় ভূষিত করে। তখন তিনি এটন কলেজে ফাস্ট-মিডিয়াম সুইং বোলার হিসেবে খেলতেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://www.espncricinfo.com/ci/content/player/23627.html | শিরোনাম = Clement Gibson| প্রকাশক = Cricinfo| সংগ্রহের-তারিখ = 18 July 2015}}</ref> এটনে থাকাকালীন ১৯১৮ ও ১৯১৯ সালে ক্রিকেট একাদশের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পালন করেছিলেন ক্লিমেন্ট গিবসন। বিদ্যালয় ত্যাগ করার পর ১৯১৯ সালে কাউন্টি দলের পক্ষে দুইটি খেলায় অংশ নেন।
 
এটনে থাকাকালীন বিস্ময়কর রেকর্ডের অধিকারি হন। চার বছর অবস্থানকালে একাদশ দলের সদস্যরূপে ১০.৫০ গড়ে ১২২ [[উইকেট]] পেয়েছিলেন। ১৯১৯ সালে [[লর্ডস ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসের]] খেলায় ৬/১৮ ও ৩/১২ পেয়েছিলেন। এটন থেকে কেমব্রিজের ক্লেয়ার কলেজে ভর্তি হন।<ref name="Burke"/> কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সফলতার সাথে দুই মৌসুম খেলার পর ১৯২১ সালে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক [[আর্চি ম্যাকলারেন]] তাকে শৌখিন খেলোয়াড় নিয়ে গড়া একাদশ দলে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করেন।
 
== নিউজিল্যান্ড গমন ==