টমি গ্রীনহফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৯০ নং লাইন:
১৯৫১ সালের শুরুরদিকে ল্যাঙ্কাশায়ারের পক্ষে প্রথম খেলেন। এর পূর্বে লীগের ক্লাব ক্রিকেটে ফিল্ডহাউজের পক্ষে খেলতেন। তবে, ১৯৫৬ সালের পূর্ব-পর্যন্ত খুব কমই প্রথম একাদশের সদস্য হতে পেরেছিলেন। ঐ মৌসুমে আঠারো রানের কম গড়ে ৬৬ উইকেট লাভ করেছিলেন তিনি। [[রয় ট্যাটারসল]] ও [[ম্যালকম হিল্টন|ম্যালকম হিল্টনের]] সাথে স্মরণীয় ত্রয়ী-স্পিনার হিসেবে আবির্ভূত হন।
 
১৯৫৭ সালে গ্রীনহফের স্পিন দূর্বলতা ধরা পড়ে। ফলশ্রুতিতে, ১৯৫৮ সালে প্রথম একাদশের সদস্যরূপে আটাশটি খেলার মধ্যে মাত্র আটটি খেলায় অংশ নিতে পেরেছিলেন। তবে, ১৯৫ সালের শুষ্ক গ্রীষ্মে বিস্ময়করভাবে ট্যাটারসল ও হিল্টনকে পাশ কাটিয়ে অগ্রসর হন। এক পর্যায়ে তাকে ভারত দলের বিপক্ষে খেলার জন্যে ইংল্যান্ড দলে অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত করা হয়। ব্যাটিং উপযোগী পিচ থেকে সফলতা পেলেও খুব শীঘ্রই নিজের বোলিং করার পর সামলিয়ে নেয়ার দূর্বলতা চোখে পড়ে।<ref>Preston, Norman (editor); ''[[Wisden Cricketers’ Almanac]]''; Ninety-Seventh Edition (1960); p. 448</ref> এর পূর্বেও তার এ সমস্যার সমাধান করা হয়। আঠারোটি কাউন্টি খেলায় ৯৩ উইকেট লাভ করলেও পাঁচটি খেলায় সঠিকভাবে দৌঁড়ুতে পারেননি। তাহলে হয়তোবা প্রায় দেড়শত উইকেট পেতেন ও নিজেকে ইংল্যান্ডের শীর্ষ উইকেট শিকারীতে পরিণত করতে পারতেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==