তাজিক ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
৬ নং লাইন:
তাজিকিস্তানের রাষ্ট্রীয় ভাষা তাজিক। এদেশের ৮০% জনগোষ্ঠী হলো তাজিক ফলে দেশটিতে তাজিক ভাষার প্রভাব সবচাইতে বেশি। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের [[বাদাখশান]] অঞ্চলের মানুষেরা তাজিক ভাষার পাশাপাশি পামিরি ভাষায় কথা বলে থাকে।
 
তাজিকিস্তান ছাড়াও উজবেকিস্তানের দুইটি খুবই গুরুত্বপূর্ণ শহর - [[সমরকন্দ|সমরখন্দ]] ও [[বুখারা]] এর লোকেরা তাজিক ভাষায় কথা বলতে পারে। উজবেকিস্তানের দাপ্তরিক পরিসংখ্যান বলে যে, সেখানকার জনগোষ্ঠীর ৫% হলো তাজিক।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.state.gov/j/drl/rls/hrrpt/1999/369.htm|শিরোনাম=Uzbekistan|সংবাদপত্র=U.S. Department of State|ভাষা=en-US|সংগ্রহের-তারিখ=2018-04-15|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20171126192357/https://www.state.gov/j/drl/rls/hrrpt/1999/369.htm|আর্কাইভের-তারিখ=২০১৭-১১-২৬|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> অবশ্য এর মধ্যে অনেক তাজিক অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত নন। এরা নিজেদের [[উজবেক]] হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সোভিয়েত ইউনিয়নের আমলে উজবেকিস্তান কমিউনিস্ট পার্টির প্রধান [[শারফ রাশিদভ]] দ্বারা পরিচালিত "[[উজবেকিকরণ]]" ব্যবস্থায় তাজিকদের দুটি পন্থা অবলম্বন করতে বলা হয় - নিজেদের উজবেক বলে পরিচয় দিয়ে উজবেকিস্তানে বসবাস করতে হবে অথবা রিপাবলিকানের বাহিরে অনগ্রসর ও পার্বত্যাঞ্চল (বর্তমান তাজিকিস্তান) চলে যেতে হবে। এই "উজবেকিকরণ" প্রক্রিয়া ১৯২৪ সালে শেষ হয়। ধারণা করা হয়, বর্তমানে তাজিকরা উজবেকিস্তানের মোট জনসংখ্যার ২৫-৩০% প্রতিনিধিত্ব করছে।
 
তাজিকিস্তানের দক্ষিণে অবস্থিত আফগানিস্তানের ২৫ থেকে ৩০ শতাংশ লোক তাজিক জাতির। তারা যে তাজিক ভাষায় কথা বলে তাকে দারি নামে অভিহিত করা হয়।