মাহবুবউল আলম হানিফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{তথ্যছক রাজনীতিবিদ
| honorific-prefix =
| name = মাহবুবউলমাহবুব উল আলম হানিফ
| image = মাহবুবউল আলম হানিফ Pic 2.jpg
| image_size = 220px
| caption =
| office = [[কুষ্টিয়া-৩]] আসনের সংসদ সদস্য
| term_start = ২৯ জানুয়ারি ২০১৪
| term_end = বর্তমান
| predecessor =
| birth_date = {{জন্ম তারিখ ও বয়স|df=yes|1959|01|02}}
| birth_place = [[কুষ্টিয়া জেলা]], [[বাংলাদেশ]]
| death_date =
| death_place =
| party = [[বাংলাদেশ আওয়ামী লীগ]]
| alma_mater = ঢাকা বিশ্ববিদ্যালয়
| spouse = ফৌজিয়া আলম
| children = ফাহিম আফসার আলম <br/>ফারহান সাদিক আলম<br/>তানিশা আলম
| mother = রহিমা আফছার
| father = আফছার আলী
| relatives = জরবিউল আলম (ভাই)<br/>রশিদুল আলম (ভাই)<br/>শহদিুল আলম (ভাই)<br/>রফিকুল আলম চুন্নু (ভাই)<br/>আলেয়া বেগম (বোন)<br/>আজিজা খানম (বোন)<br/>ফাতেমা আশরাফি (বোন)<br/>আফরোজা ইয়াসমিন (বোন)
}}
 
'''মাহবুবউলমাহবুব উল আলম হানিফ''' (জ. ২ জানুয়ারি ১৯৫৯) [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[কুষ্টিয়া-৩]] আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে [[বাংলাদেশ আওয়ামী লীগ]] থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে [[বাংলাদেশ আওয়ামী লীগ|বাংলাদেশ আওয়ামী লীগের]] যুগ্ম সাধারণ সম্পাদক।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.parliament.gov.bd/index.php/bn/mps-bangla/members-of-parliament-bangla/current-mps-bangla/2014-03-23-11-44-22?layout=edit&id=2507|শিরোনাম=Constituency 77_10th_Bn|শেষাংশ=কুষ্টিয়া-৩|প্রথমাংশ=মো: মাহববুউল আলম হানিফ|ওয়েবসাইট=www.parliament.gov.bd|ভাষা=bn-bd|সংগ্রহের-তারিখ=2018-06-30}}</ref>
 
==জন্ম ও শিক্ষাজীবন==
মাহবুবউলমাহবুব উল আলম হানিফেরহানিফ জন্ম১৯৫৯ সালের ২ জানুয়ারি ১৯৫৯ সালে তার পৈতৃক বাড়ি [[কুষ্টিয়া জেলা]]র [[কুষ্টিয়া সদর উপজেলা]]র ম.আ.রহিম সড়ক কোর্ট পাড়াপাড়ায় এলাকায়।জন্মগ্রহণ করেন। তার বাবা রেলওয়ের কর্মকর্তা থাকার সুবাদে তিনি পাকশী রেলওয়ে কলোনীতে বসবাসবড় করেছেনহয়েছেন। এবংআর এখানেই তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েপর্যায়ের লেখাপড়া করেনসম্পন্ন ঈশ্বরদীকরেন। থানাধীনপরবর্তীতে পাকশীতে।তিনি পরে[[ঢাকা কলেজ|ঢাকা কলেজে]] ভর্ত্তিভর্তি হয়ে লেখাপড়া করেন।হন, কলেজ জীবনে তিনি সক্রিয়ভাবে ঢাকা কলেজ [[বাংলাদেশ ছাত্রলীগ|ছাত্রলীগের]] রাজনীতিতে জড়িতঅংশগ্রহণ ছিলেন।করেন। পরবর্তীতে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে ব্যবস্থাপনা বিভাগে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
 
==রাজনৈতিক জীবন==
 
=== ছাত্র রাজনীতি ===
মাহবুব উল আলম হানিফ [[ঢাকা কলেজ|ঢাকা কলেজে]] পড়াকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং [[বাংলাদেশ ছাত্রলীগ|বাংলাদেশ ছাত্রলীগে]] যোগদান করেন।
 
=== ১৯৯৬-২০১৪ ===
১৯৯৬ সালে [[সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, জুন ১৯৯৬|৭ম জাতীয় সংসদ নির্বাচনে]] [[কুষ্টিয়া-২]] আসনে (মিরপুর-ভেড়ামারা) দলীয় সংসদ প্রার্থী হিসাবে অংশগ্রহন করেন। ২০০১ সালের [[অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, ২০০১|৮ম জাতীয় সংসদ নির্বাচনে]] একই আসন থেকে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করে। এবং [[২০০৬-০৮ বাংলাদেশী রাজনৈতিক সংকট|২০০৭-এর সংসদ নির্বাচনে]] পার্শ্ববর্তী [[কুষ্টিয়া-১]] আসনে (দৌলতপুর) দলীয় মনোনয়ন প্রাপ্ত হলেও দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে উক্ত নির্বাচন স্থগিত করা হয়। ২০০৮ সালে [[নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮|৯ম জাতীয় সংসদ নির্বাচনে]] কুষ্টিয়া-২ আসনে দলের মনোনীত প্রার্থী হলেও জোটগত নির্বাচনের স্বার্থে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে ২০১৪ সালের ১০ম জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথম বারের মত জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত ১১তম জাতীয় নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
 
==কর্মজীবন==
ব্যবসার পাশাপাশি ভেড়ামারা থানা আওয়ামীলীগের সদস্য হিসাবে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। এরপর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
 
২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগের ১৮তম কাউন্সিলের মাধ্যমে প্রথম বারের মত তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন। পরবর্তীতে ২০১২, ২০১৬ ও ২০১৯ সালে অনুষ্ঠিত ১৯, ২০ ও ২১তম কাউন্সিলেও তাঁকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুনঃ দায়িত্ব প্রদান করা হয়। ২০১০ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন।
 
১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে (মিরপুর-ভেড়ামারা) দলীয় প্রার্থী হিসাবে অংশগ্রহন করেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে। ২০০৭-এর নির্বাচনে পার্শ্ববর্তী কুষ্টিয়া-১ আসনে (দৌলতপুর) দলীয় মনোনয়ন প্রাপ্ত হলেও দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে উক্ত নির্বাচন স্থগিত করা হয়। ২০০৮ সালে ৯ম জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে দলের মনোনীত প্রার্থী হলেও জোটগত নির্বাচনের স্বার্থে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে ২০১৪ সালের ১০ম জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথম বারের মত জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত ১১তম জাতীয় নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
 
==তথ্যসূত্র ==