বামন গ্রহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১৯ নং লাইন:
একটি '''বামন গ্রহ''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Dwarf planet) হল এমন একটি [[গ্রহীয়-ভরযুক্ত বস্তু]] যা [[গ্রহ|গ্রহগুলির]] মতো মহাকাশে সেটির অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারে না, আবার যা একটি [[প্রাকৃতিক উপগ্রহ|প্রাকৃতিক উপগ্রহও]] নয়। অর্থাৎ, বামন গ্রহগুলি সূর্যকে প্রত্যক্ষভাবে প্রদক্ষিণ করে এবং নির্দিষ্ট আকার পাওয়ার জন্য এগুলির ভর যথেষ্টই রয়েছে। এগুলির অভিকর্ষ একটি [[উদ্স্থিতি সাম্যাবস্থা|উদ্স্থিতি সাম্যাবস্থামূলক]] আকার (সচরাচর ক্ষেত্রে একটি [[উপগোলক]]) বজায় রাখার পক্ষে যথেষ্ট। কিন্তু নিজ কক্ষপথ থেকে এটি সমরূপ বস্তুগুলিকে [[পারিপার্শ্বিক পরিষ্কারকরণ|পরিষ্কার করে দিতে]] পারে না।<ref name="finalresolution" /> বামন গ্রহের আদি নিদর্শন হল [[প্লুটো]]।<ref name="Resolution Result"/> [[গ্রহীয় ভূতত্ত্ব|গ্রহ-ভূতত্ত্ববিদদের]] কাছে বামন গ্রহ সম্পর্কে আগ্রের বিষয়টি হল এই যে, সম্ভবত [[গ্রহীয় পার্থক্যকরণ|পার্থক্যীকৃত]] ও ভূতাত্ত্বিকভাবে সক্রিয় বস্তু এই বামন গ্রহগুলিতে গ্রহীয় ভূতত্ত্বের বৈশিষ্ট্যগুলি পরিস্ফুট হলেও হতে পারে। ২০১৫ সালে প্লুটোয় ''[[নিউ হোরাইজনস]]'' অভিযানের মাধ্যমে এমন প্রত্যাশারই জন্ম হয়েছে।
 
[[সৌরজগৎ|সৌরজগতে]] বামন গ্রহগুলির মোট সংখ্যা অজ্ঞাতই থেকে গিয়েছে। এর কারণ হল, একটি বস্তু উদ্স্থিতি সাম্যাবস্থায় রয়েছে কিনা তা নির্ধারণ করতে সেটিকে মহাকাশযানের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হয়। আধ-ডজন বৃহত্তম বামন গ্রহ দাবিদার হয় মহাকাশযান কর্তৃক আলোকচিত্রে ধৃত হয়েছে (প্লুটো ও [[সেরেস (বামন গ্রহ)|সেরেস]]) অথবা সেগুলির অন্তত একটি জ্ঞাত প্রাকৃতিক উপগ্রহ রয়েছে (প্লুটো, {{dp|এরিস}}, {{dp|হাউমেয়া}}, {{dp|মাকেমাকে}}, {{dp|গংগং}}, {{dp|কোয়াওয়ার}}), যার ফলে সেগুলির ভর জানা গিয়েছে এবং এইভাবেই সেগুলির ঘনত্বও অনুমান করা গিয়েছে। ভর ও ঘনত্ব পালাক্রমে উদ্স্থিতি সাম্যাবস্থার মডেলগুলির মধ্যে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।
== বামন গ্রহসমূহের তালিকা ==
{| class="wikitable"