সৌরজগতের জন্ম ও বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫০ নং লাইন:
===শিলাময় গ্রহ===
গ্রহ গঠিত হওয়ার যুগের শেষভাগে অভ্যন্তরীণ সৌরজগৎ ৫০-১০০টি প্রাকৃতিক উপগ্রহ থেকে মঙ্গল গ্রহের আকারবিশিষ্ট [[গ্রহীয় ভ্রূণ|গ্রহীয় ভ্রূণে]] আকীর্ণ ছিল।<ref name="Petit2001" /><ref name="Kominami">{{cite journal|title=দি এফেক্ট অফ টাইডাল ইন্টার‍্যাকশন উইথ আ গ্যাস ডিস্ক অন ফরমেশন অফ টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস |অনূদিত-শিরোনাম= শিলাময় গ্রহগুলির উদ্ভবে একটি গ্যাস চাকতির সঙ্গে জোয়ার-সংক্রান্ত ক্রিয়াপ্রতিক্রিয়ার প্রভাব |author1=জুনকো কোমিনামি |author2=শিগেরু ইদা |place=পৃথিবী ও গ্রহ বিজ্ঞান বিভাগ, টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি, উকায়ামা, মেগুরো-কু, টোকিও |year=২০০১ | doi=10.1006/icar.2001.6811 |journal=ইকারাস |volume=১৫৭ |issue=১ |pages=৪৩–৫৬ |bibcode=2002Icar..157...43K }}</ref> এই বস্তুগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ও একাঙ্গীভূত হওয়ায় বৃদ্ধি এর পরেও সম্ভব হয়েছিল এবং এই বৃদ্ধি ঘটতে সময় লেগেছিল ১০ কোটি বছরেরও কম। বস্তুগুলির অভিকর্ষীয় ক্রিয়াপ্রতিক্রিয়া চলেছিল, যার ফলে এগুলি একে অপরকে নিজ কক্ষপথের দিকে টানতে থাকে। এইভাবে বস্তুগুলির মধ্যে সংঘর্ষ বাধে এবং আমাদের জানা চারটি শিলাময় গ্রহ সেগুলির বর্তমান আকার ধারণ করা অবধি বৃদ্ধি পেতে থাকে।<ref name=sciam /> মনে করা হয়, এই রকম একটি প্রবল সংঘর্ষের ফলে [[চাঁদ|চাঁদের]] উৎপত্তি ঘটেছিল (নিচে [[#প্রাকৃতিক উপগ্রহ|প্রাকৃতিক উপগ্রহ]] দেখুন) এবং অপর একটি সংঘর্ষের ফলে নবীন [[বুধ (গ্রহ)|বুধের]] বহিরাবরণীটি অপসারিত হয়েছিল।<ref name=Solomon2003>{{cite journal|author=শন সি. সলোমন |title=মারকিউরি: দি এনিগম্যাটিক ইনারমোস্ট প্ল্যানেট |অনূদিত-শিরোনাম= বুধ: হেঁয়ালিতে ভরা সর্ব-অভ্যন্তরীণ গ্রহ |journal=আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটারস |volume=২১৬ |issue=৪ |year=২০০৩ |pages=৪৪১–৪৫৫ |doi=10.1016/S0012-821X(03)00546-6| bibcode=2003E&PSL.216..441S }}</ref>
 
এই মডেলের আরেকটি সমস্যার সমাধান হয়নি: আদি-শিলাময় গ্রহগুলির প্রাথমিক কক্ষপথ, যা সংঘর্ষের জন্য উচ্চ উৎকেন্দ্রিকতাসম্পন্ন হওয়া উচিত ছিল, তা কীভাবে উল্লেখযোগ্যভাবে সুস্থির এবং আজকের মতো প্রায় বৃত্তাকার কক্ষপথ ছিল, তার ব্যাখ্যা এই মডেলের মাধ্যমে দেওয়া সম্ভব হয়নি।<ref name="Petit2001" /> এই "উৎকেন্দ্রিকতা ভারমোচন"-এর একটি অনুকল্পনা হল এই যে, যখন গ্যাসের চাকতির মধ্যে শিলাময় গ্রহগুলি গঠিত হয় তখনও সেই চাকতিটি সূর্য কর্তৃক অপসারিত হয়নি। এই অবশেষ গ্যাসের "[[অভিকর্ষীয় আকর্ষণ]]" ক্রমশ গ্রহগুলির শক্তি হ্রাস করতে থাকে এবং সেগুলির কক্ষপথও মসৃণ হয়।<ref name= Kominami /> যদিও এই গ্যাসের অস্তিত্ব সত্যিই থাকলে তা শিলাময় গ্রহগুলির কক্ষপথ প্রাথমিকভাবে এতটা উৎকেন্দ্রিক হয়ে পড়ার পথে বাধা সৃষ্টি করত।<ref name=sciam /> আরেকটি অনুকল্পনা অনুযায়ী, অভিকর্ষীয় আকর্ষণের ঘটনাটি গ্রহ ও অবশেষ গ্যাসের মধ্যে ঘটেনি, ঘটেছিল গ্রহ ও অবশিষ্ট ছোটো ছোটো বস্তুগুলির মধ্যে। বৃহদাকার বস্তুগুলি যখন ক্ষুদ্রাকার বস্তুগুলির ভিড়ের মধ্যে দিয়ে সঞ্চারিত হত, তখন ক্ষুদ্রাকার বস্তুগুলি বৃহত্তর গ্রহগুলির অভিকর্ষ কর্তৃক আকর্ষিত হয়ে বৃহত্তর বস্তুগুলির পথে একটি উচ্চ ঘনত্বসম্পন্ন অঞ্চল বা "অভিকর্ষীয় ফেনরেখা" সৃষ্টি করত। সেই সময় ফেনরেখার বর্ধিত অভিকর্ষ বৃহত্তর বস্তুগুলির গতি হ্রাস করে সেগুলিকে অধিকতর নিয়মিত কক্ষপথে স্থাপিত হয়ে সাহায্য করেছিল।<ref>{{cite journal|title=ফাইনাল স্টেজেস অফ প্ল্যানেট ফরমেশন |অনূদিত-শিরোনাম= গ্রহ গঠনের চূড়ান্ত পর্যায়সমূহ |author1=পিটার গোল্ডরিখ |author2=ইয়োরাম লিথউইক |author3=রি'এম সারি |journal=দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল |volume=৬১৪ |issue=১ |pages=৪৯৭–৫০৭ |date=১০ অক্টোবর ২০০৪ |doi=10.1086/423612|bibcode=2004ApJ...614..497G|arxiv = astro-ph/0404240 |s2cid=16419857 }}</ref>
 
== তথ্যসূত্র ও পাদটীকা ==