কেউটে সাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
ত্রুটি সংশোধন (ID: 2) অউব্রা ব্যবহার করে
১ নং লাইন:
{{speciesbox
| name = মনোকলড কোবরা বা</br /> কেউটে সাপ বা</br /> গোক্ষুর গোখরা
| status = LC
| status_system = iucn3.1
১৪ নং লাইন:
'''গোক্ষুর গোখরা''' (বৈজ্ঞানিক নাম ''Naja kaouthia,'' ইংরেজিতে '''monocled cobra)''' হল [[কোবরা|গোখরা]] প্রজাতির একটি সাপ যা [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ]] এবং [[দক্ষিণপূর্ব এশিয়া]] দেখা যায়। এটিকে [[IUCN|আইইউসিএন]] কর্তৃক [[ন্যূনতম বিপদগ্রস্ত]] তালিকাভুক্ত করা হয়েছে।<ref name=iucn>{{IUCN |assessor=Stuart, B. |assessor2=Wogan, G. |last-assessor-amp=yes |year=2012 |id=177487 |taxon=Naja kaouthia |version=2016.2}}</ref> এ গোখরোর ফণার পিছনে গরুর ক্ষুরের মত দাগ থাকে যার থেকে বাংলা গোক্ষুর নামটি এসেছে। অন্যদিকে ইংরেজিতে মনোকলড অর্থ হল একচোখা। এ সাপটিকে মনোকলড বলার কারন হল এই সাপের ফণার পিছনে গোল দাগ থাকে যা দেখতে একচোখা চশমার মত লাগে তাই এর ইংরেজি নাম মনোকল্ড কোবরা। সকল গোখরা প্রজাতির সাপ উত্তেজিত হলে ফণা মেলে ধরে। সাপের ঘাড়ের লম্বা হাড় স্ফীত হয়ে ওঠে, তাতে চমৎকার ফণাটি বিস্তৃত হয়।
 
ইংরেজি কোবরার (Cobra) আক্ষরিক অর্থ হল কেউটে বা গোখরা। প্রকৃত পক্ষে কোবরা হল [[নাজা]] নামক বিস্তৃত ও বৃহৎ সর্পগণ (Genus)। এই গণে (Genus) সকল প্রজাতির কোবরাকে অর্ন্তভুক্ত করা হয়। কোবরা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশ ছাড়াও মিশর, আরব, দক্ষিনদক্ষিণ আফ্রিকা, বার্মা, চীন ইত্যাদি দেশ ও অঞ্চলে দেখা যায়।
 
অনেকে ভুলবশত গোখরা/কেউটে বলতে শুধুমাত্র [[স্পেকটাকলড কোবরা]] বা মনোকল্ড কোবরাকে বুঝে থাকে। এটি আসলে একটি বৃহৎ সর্পগোষ্ঠির সাধারণ নাম।
২৪ নং লাইন:
 
== শ্রেণীবিন্যাস ==
[[দ্বিপদ নামকরণ|বৈজ্ঞানিক নাম]] ''নাজা কৌথিয়া'' [[রেন পাঠ|১৮৩১ সালে রেন লেসন]] প্রস্তাব করেছিলেন। তিনি মনোকলড কোবরাকে একটি সুন্দর সাপ হিসাবে বর্ণনা করেছিলেন যা [[স্পেকটাকলড কোবরা|খৈয়া গোখরা]] থেকে পৃথক। এর ১৮৮ ভেন্ট্রাল স্কেল এবং ৫৩ জোড়া শৈলাকার আঁশ বিন্যাস রয়েছে।
 
সেই থেকে বেশ কয়েকটি মনোকলড কোবরা বিভিন্ন [[দ্বিপদ নামকরণ|বৈজ্ঞানিক নামে]] বর্ণিত হয়েছিল:
৩৮ নং লাইন:
* ''এন জে'' ভার ''সগিত্তিফের'' ১৯১৩
 
১৯৪০ সালে [[ম্যালকম আর্থার স্মিথ]] ''মনোকলড কোবরাকে ট্রাইনোমিয়াল নাজা নাজা কৌথিয়ার'' অধীনে [[স্পেকটাকলড কোবরা|স্পেকটাকলড কোবরার]] উপ-প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করেন। <ref>{{সাময়িকী উদ্ধৃতি|ইউআরএল=|শিরোনাম=''Naja naja kaouthia''|শেষাংশ=Smith, M. A.|বছর=1940|পাতাসমূহ=485}}</ref> ১৯৯০ এর দশকে পুনশ্রেণীকরণের সময়ে ''Naja kaouthia'' কে আলাদা করা হয় ''[[ইন্দোচীনা স্পিটিং কোবরা|Naja siamensis]] প্রজাতি থেকে। নাজা সিয়ামেনসিস নামটি'' সাধারণভাবে পুরোনো শ্রেণীকরণ অনুযায়ী গবেষণায় ব্যবহৃত একটি কমন নাম ছিল। <ref>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Taxonomic changes and toxinology: Systematic revisions of the Asiatic cobras (''Naja naja'' species complex)|শেষাংশ=Wüster|প্রথমাংশ=W.|তারিখ=1996|পাতাসমূহ=399–406|doiডিওআই=10.1016/0041-0101(95)00139-5}}</ref>
 
থাইল্যান্ডে [[ফাইলোজেনেটিক]] গবেষণায় নাজা কৌথিয়া প্রজাতির বিস্ময়কর প্রকরণ প্রদর্শিত হয়েছে। অন্যান্য এশিয়াটিক কোবরার সঙ্গে প্রজাতির বিস্ময়কর প্যারাফাইলেটিক প্রকরণ রয়েছে।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Geographical differentiation and cryptic diversity in the monocled cobra, ''Naja kaouthia'' (Elapidae), from Thailand|শেষাংশ=Ratnarathorn|প্রথমাংশ=N.|শেষাংশ২=Harnyuttanakorn|প্রথমাংশ২=P.|তারিখ=2019|পাতাসমূহ=711–726|doiডিওআই=10.1111/zsc.12378}}</ref>
 
{{clade|{{clade