রাজেন্দ্রনাথ সেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
পাতার লিঙ্ক
২ নং লাইন:
 
==প্রারম্ভিক জীবন==
রাজেন্দ্রনাথ এর পিতার নাম মধুসূদন।মধুসূদন সেন। ১৮৯৮ সালে [[প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা|প্রেসিডেন্সী কলেজ]] থেকে ফিজিক্স ও কেমিস্ট্রিতে প্ৰথম হয়ে এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কিছুদিন উত্তরপাড়া কলেজ ও ঢাকাঢাকার [[জগন্নাথ কলেজ|জগন্নাথ কলেজে]] শিক্ষকতা করেন। ১৯০৭ সালে ঘোষ স্কলারশিপ নিয়ে [[লন্ডন|বিলাত]] যান এবং [[লীডস বিশ্ববিদ্যালয়]] থেকে এমএসসি পাশ করেন তিনি।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=সংসদ বাঙালি চরিতাভিধান|শেষাংশ=বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ|প্রথমাংশ=প্রথম খন্ড|বছর=২০০২|প্রকাশক=সাহিত্য সংসদ|অবস্থান=কলকাতা|পাতাসমূহ=৪৭০|আইএসবিএন=978-8179551356}}</ref>
 
==অবদান==
দেশে ফিরে ১৯১০ সালে ইন্ডিয়ান এড়ুকেশনাল সার্ভিসে মনোনীত হন রাজেন্দ্রনাথ। তিনি শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের কেমিষ্ট্রি বিভাগে অধ্যাপনা শুরু করেন। ১৯১৮ থেকে ১৯৩২ খৃস্টাব্দ পর্যন্ত প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনার পর [[কৃষ্ণনগর সরকারি কলেজ|কৃষ্ণনগর সরকারী কলেজের]] অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন রাজেন্দ্রনাথ। ১৯১৬ সালে তিনি বন্ধু বীরেন্দ্রনাথ মৈত্র ও খগেন্দ্ৰচন্দ্র দাশের সহযোগে ক্যালকাটা কেমিক্যাল কোম্পানী প্রাইভেট লিমিটেড স্থাপন করেন।
 
==তথ্যসূত্র==