উইকিপিডিয়া:আপনি জানেন কি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
Bellayet (আলোচনা | অবদান)
১৬ নং লাইন:
২. যদি একটি প্রস্তাবিত আজাকি সকল রকম যোগ্যতা অর্জন করে, যে কোন সম্পাদক উক্ত প্রস্তাবনাটি [[T:DYK/N|আজাকি টেম্পলেট পরবর্তী আপডেট পাতায়]] যোগ করতে পারেন এবং এরপর প্রস্তাবনাটি "আজাকি টেম্পলেট আলোচনা পাতা" থেকে মুছে ফেলতে পারেন। সকল প্রস্তাবনাকে সমান গুরুত্ব দেবার নিশ্চয়তা প্রদানের জন্য, প্রস্তাবনা পাতার তালিকাকৃত পুরনো প্রস্তাবনাগুলো তালিকার উপরে রাখা হয় যাতে তারা নির্বাচিত হবার আগে দৃষ্টির অগোচরে চলে না যায়। আজাকি ভূক্তির পরবর্তী আপডেটে তালিকাভূক্ত হওয়াই চূড়ান্ত নয় এবং এক্ষেত্রে যে কোন সম্পাদক একে সংশোধন, সম্পাদন এবং অপসারণ করতে পারেন। যদি এগুলো অপসারিত হয়, তবে এগুলোকে পুনরায় প্রস্তাবনা পাতা অর্থাৎ তারা শুরুতে যেখানে তালিকাভূক্ত হয়েছিল সেখানে নিয়ে যেতে হবে, যেখানে পূর্বোক্ত উক্তিসমূহও যোগ হবে। এক্ষেত্রে "আজাকি টেম্পলেট আলোচনার পাতার" ইতিহাস থেকে সাহায্য পাওয়া যাবে।
 
৩. যখন [[T:DYK|তাৎক্ষণিক প্রধান পাতা আজাকি টেম্পলেট]] আপডেট হবে, তখন প্রস্তাবনাগুলোকে পরবর্তী আপডেট পাতা থেকে লাইভ[[টেমপ্লেট:আপনি টেম্পলেটজানেন কি|তাৎক্ষণিক আজাকি টেমপ্লেট]] পাতায় নিয়ে আসতে হবে। এগুলো প্রধান পাতায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। "[[টেমপ্লেট:আপনি জানেন কি|তাৎক্ষণিক আজাকি টেমপ্লেটটি]]" সুরক্ষিত, তাই এই কাজটি কেবলি একজন [[উইকিপিডিয়া:প্রশাসকবৃন্দ|প্রশাসক]] করতে পারবেন। আজাকি টেম্পলেটের কোন আপডেটে সাধারণত পাঁচ থেকে আটটি নতুন প্রস্তাবনা যুক্ত থাকে (সংখ্যাটি প্রধান পাতার স্থান সমন্বয়ের উপর নির্ভরশীল, [[T:DYK/N|আজাকি টেম্পলেট পরবর্তী আপডেট]] পাতার লিঙ্ক দিয়ে পরখ করে নিতে হবে ব্যাপারটি কেমন দেখাবে)। টেমপ্লেটগুলো পরিবর্তন করার সর্বনিম্ন সময় ৬ ঘণ্টা এবং দিনে সর্বোচ্চ ৪বার এগুলো পরিবর্তন করা যাবে। এই পরিবর্তনের সময়গুলো [[:m:ParserFunctions|পারসারফাংশন]] হস্তগতভাবে নিয়ন্ত্রিত হবে {{tl|আজাকি-পুনরুজ্জীবিত|<timestamp>}} টেম্পলেটের মাধ্যমে যা [[Template talk:আপনি জানেন কি|আজাকি টেম্পলেট]] পাতায় আছে। প্রশাসকবৃন্দ আজাকি টেম্পলেট পাতাটি সংশোধন করতে পারবেন যখন এটি [[প্রধান পাতা|প্রধান পাতায়]] থাকবে। অ-প্রশাসকরা ত্রুটিগুলোর প্রতিবেদন [[উইকিপিডিয়া:প্রধান পাতা/ত্রুটি|প্রধান পাতা:ত্রুটি পাতায়]] করতে পারবেন। পুরনো আজাকিসমূহ প্রধান পাতা থেকে সরিয়ে [[উইকিপিডিয়া:আপনি জানেন কি সংগ্রহশালা|সংগ্রহশালায়]] রাখা হবে, অবশ্য এই প্রক্রিয়াটি বাকি থেকে যেতে পারে- এক্ষেত্রে সেচ্ছাসেবকেরা আমন্ত্রিত।
 
===কিভাবে অংশগ্রহণকারীগণ যোগাযোগ রাখবেন===