শ্যামপুর চিনি কল লিমিটেড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

চিনি পরিশোধন কল
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: শ্যামপুর চিনিকল রংপুর জেলার অন্যতম একটি ভারী শিল্প প্রতিষ্ঠা...
(কোনও পার্থক্য নেই)

১৭:৩৯, ৩ অক্টোবর ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

শ্যামপুর চিনিকল রংপুর জেলার অন্যতম একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। রংপুর জেলা শহর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে বদরগন্জ উপজেলার শ্যামপুর নামক স্থানে অবস্থিত শ্যামপুর চিনিকল। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীন এই চিনিকল শ্যামপুর তথা রংপুর এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্র বিন্দু।১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সারাদেশের চিনি চাহিদার এক বিরাট অংশ পুরন করে আসছে। শ্যামপুর চিনিকলকে কেন্দ্র করে গড়ে উঠেছে শ্যামপুর জনপদ। শ্যামপুর একটি ব্যবসা কেন্দ্র, এখানে গড়ে উঠেছে ব্যাংক, বীমা, স্কুল , কলেজ, মাদ্রাসাসহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই চিনিকল হয়ে উঠেছে প্রায় এক লাখ লোকের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন।চিনিকলের চিটাগুড় কাচামাল হিসেবে ব্যবহার করে গড়ে উঠেছে রংপুর ডিষ্টিলারিজ এণ্ড ক্যামিকেল ইন্ডাষ্ট্রিজ লিঃ।