উইকিপিডিয়া আলোচনা:আপনার প্রথম নিবন্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Juthika nag (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
MdsShakil (আলোচনা | অবদান)
Juthika nag-এর সম্পাদিত সংস্করণ হতে Miad I Mahbub BD-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
১ নং লাইন:
{{আলাপ পাতা}}
{{আলাপ পাতা}}সোমনাথ নাগ ১৯৭৪ সালের ১৯ জুলাই কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম । পিতা ঁ সুভাষচন্দ্র নাগ, মাতা শ্রীমতি দেবীরাণী নাগ, বর্তমান নিবাস নতুন পল্লী, সুভাষগ্রাম, কলকাতা ৭০০১৪৭, হত-দরিদ্র পরিবারে জন্ম তাই দারিদ্রতাকে সঙ্গে করেই বেড়ে উঠেছেন। মাল্টি প্রতিভা থাকলেও অর্থাভাবে যথার্থ ভাবে বিকশিত করতে না পারার যন্ত্রণা বুকে চেপে রেখেই অদম্য জেদ ও সহনশীলতা, নিষ্ঠা দ্বারা তিনি অনেক অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছেন। ফলে বহু মানুষের ভালোবাসা ও আশির্বাদ আদায় করে নিতে সক্ষম হয়েছেন। কলম যোদ্ধা এই কবি লেখালেখির সাথে সাথে সম্পাদনা করেন। তাঁর নিজের ৯ টি কাব্যগ্রন্থ ১৫ টি কবিতা ফোল্ডার, প্রকাশিত। RNI ও ISSN স্বীকৃত কলকাতা থেকে প্রকাশিত যুথিকা সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং আরো বেশ কিছু লিটল ম্যাগাজিনের কর্ণধার তাছাড়াও নবীন প্রবীণ কবি সাহিত্যিকদের পাসে থেকে তাঁদের ও বাংলা সাহিত্যের উন্নয়নে নিরলস কাজ করার জন্যে সাহিত্যবন্ধু নামে পরিচিতি। তিনি বাংলা সাহিত্যে পরমাণু কবিতার প্রবর্তক বা উদ্ভাবক । তাঁর প্রদর্শিত নিয়মেই পরমাণু কবিতা লেখা হয়। তাঁর একক প্রচেষ্টায় বাংলা ভাষায় হাইকু কবিতা ও কবিদের নিয়ে প্রথম আন্তর্জাতিক হাইকু সম্মেলন কলকাতায় সংগঠিত হয় যুথিকা সাহিত্য পত্রিকার আয়োজনে।এছাড়াও তাঁর উদ্যোগেই বিশ্ববঙ্গ কবিতা উৎসব ছাড়াও প্রথম আন্তর্জাতিক পরমাণু কবিতা উৎসব ও কবি সম্মেলন ২০২১ সে কলকাতাতেই অনুষ্ঠিত হয়। তিনি বহুবার সংবর্ধিত হয়েছেন।  ইংরেজিও তার লেখা অনুবাদ হয়েছে।  সামাজিক ভ্রষ্টাচার রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির জন্য অনেকের কাছেই অপ্রিয় তিনি। কোন রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের কৃপাপ্রার্থী নন। আর্থিক প্রতিকূলতাকে পাত্তা না দিয়েই তাঁর লেখার ও সাহিত্য সংগঠনের কাজ করেই চলেছেন। সামাজিক নানান সংগঠনের সাথে যুক্ত।  নানা দৈনিক ও লিটল মাগাজিনে কবির আলোচনা ও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
 
 
== একীকরণে ভুল হওয়া ==
"আপনার প্রথম নিবন্ধ" প্রকল্প পাতায় ফিরুন।