ইসরায়েলের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১ নং লাইন:
{{ইসরায়েলের ইতিহাস}}
[[ইস্রায়েল দেশ|ইসরায়েলের ভূমি]]টি ইহুদিদের জন্মস্থান, যেখানে [[হিব্রু বাইবেল|হিব্রু বাইবেলের]] চূড়ান্ত রূপটি সংকলিত হয়েছে বলে মনে করা হয় এবং [[ইহুদি]] ও [[খ্রিস্টধর্ম|খ্রিস্টধর্মের]] উৎপত্তি স্থান। এছাড়াও [[পবিত্র ভূমি]] বা [[ফিলিস্তিন (অঞ্চল)|ফিলিস্তিন]] নামে পরিচিত। এখানে [[ইহুদী ধর্ম]], [[সামারিটিজম]], [[খ্রিস্টধর্ম]], [[ইসলাম]], [[দ্রুজ]] ও [[বাহাই ধর্ম|বাহ বিশ্বাসের]] পবিত্র স্থান রয়েছে। অঞ্চলটি বিভিন্ন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছে এবং ফলস্বরূপ, বিভিন্ন ধরণের জাতিগোষ্ঠী নিমন্ত্রণ করেছে। তবে, এই ভূমিটি সাধারণ যুগের (খ্রিস্টপূর্ব) প্রায় এক হাজার বছর পূর্ব থেকে সাধারণ যুগের তৃতীয় শতাব্দী (সিই) পর্যন্ত মূলত ইহুদিদের (যারা নিজেরাই পূর্ববর্তী [[কেনানীয়#হিব্রু বিবেল|কেনানীয়]] সম্প্রদায়ের লোক) নিয়ন্ত্রণে ছিল।<ref>"The Chosen Few: How Education Shaped Jewish History, 70–1492", by Botticini and Eckstein, Chapter [1], especially page 17, Princeton 2012</ref> চতুর্থ শতাব্দীতে [[রোমান সাম্রাজ্য|রোমান সাম্রাজ্যের]] দ্বারা খ্রিস্টান ধর্ম গ্রহণের ফলে গ্রিকো-রোমান খ্রিস্টান জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠের দিকে অগ্রসর হয়<!--, যা [[খিলাফত|আরবী মুসলিম সাম্রাজ্যের]] দ্বারা অঞ্চলটি দখল করা মাত্র ৭ম শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল না, বরং আরও পুরো ছয় শতাব্দীর জন্য ছিল।--> এটি ক্রুসেডার সময়কালের (১০৯৯-১২৯১) সমাপ্তির পরে ধীরে ধীরে মুসলিম অঞ্চল হয়ে ওঠে, সেই সময়ে অঞ্চলটি খ্রিস্টান ও ইসলামের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি ত্রয়োদশ শতাব্দী থেকে মূলত আরবি ভাষার সাথে মুসলিম অঞ্চলে পরিণত হয় এবং এটি প্রথমমে [[মামলুক সালতানাত (কায়রো)|মামলুক সালতানাতের]] সিরিয়ান প্রদেশের অংশ ও ১৫১৬ সালের পরে থেকে [[সিনাই ও ফিলিস্তিন অভিযান|১৯১৭-১৮ সালে ব্রিটিশ বিজয়ের]] আগ পর্যন্ত [[অটোমান সাম্রাজ্য|অটোমান সাম্রাজ্যের]] অংশ ছিল।
 
ইহুদি জাতীয় আন্দোলন ''[[সিয়োনবাদ|জায়নবাদ]]'' উনিশ শতকের শেষভাগে (আংশিকভাবে ক্রমবর্ধমান [[ইহুদি-বিদ্বেষ|ইহুদি-বিদ্বেষের]] প্রতিক্রিয়া হিসাবে) আবির্ভূত হয়, যার অংশ হিসাবে [[আলিয়াহ]] ([[প্রবাসী ইহুদি|প্রবাস]] থেকে ইহুদিদের প্রত্যাবর্তন) বৃদ্ধি পায়। [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] সময়, ব্রিটিশ সরকার প্রকাশ্যে একটি [[ইহুদি জনগণের জন্য স্বদেশ|ইহুদিদের জাতীয় বাসস্থান]] তৈরি করার প্রতিশ্রুতি প্রদান করে এবং সেই লক্ষ্যে [[সম্মিলিত জাতিপুঞ্জ|লিগ অব নেশনস]] কর্তৃক [[ফিলিস্তিনে ব্রিটিশ মেন্ডেট|ফিলিস্তিন শাসন করার ম্যান্ডেট]] লাভ করে। প্রতিদ্বন্দ্বী আরব জাতীয়তাবাদও পূর্বের [[অটোমান সাম্রাজ্য|অটোমান অঞ্চলসমূহের]] অধিকার দাবি করে এবং ফিলিস্তিনে ইহুদিদের অভিবাসন রোধ করার চেষ্টা করে, ফলে [[আবশ্যিক ফিলিস্তিনে আন্তঃসাম্প্রদায়িক দ্বন্দ্ব|আরব-ইহুদি উত্তেজনা]] বৃদ্ধি প্রাপ্ত হয়। ইসরায়েলের ১৯৪৮ সালে স্বাধীনতার লাভের সাথে [[ইসরায়েল]] থেকে আরবদের নির্বাসন, আরব-ইসরায়ে দ্বন্দ্ব<ref>{{cite [2]web|url=http://www.mfa.gov.il/MFA/Peace+Process/Guide+to+the+Peace+Process/Declaration+of+Establishment+of+State+of+Israel.htm |publisher=Israel Ministry of Foreign Affairs |title=Declaration of Establishment of State of Israel |date=14 May 1948 |access-date=16 April 2012 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20120321213130/http://www.mfa.gov.il/MFA/Peace%20Process/Guide%20to%20the%20Peace%20Process/Declaration%20of%20Establishment%20of%20State%20of%20Israel.htm |archive-date=21 March 2012 }}</ref> এবং এর পরে [[আরব ও মুসলিম দেশসমূহ থেকে ইহুদিদের প্রস্থান|আরব ও মুসলিম দেশসমূহ থেকে ইহুদিদের]] ইসরায়েলে যাত্রা শুরু হয়। [[দেশ অনুযায়ী ইহুদি জনসংখ্যা|বিশ্বের সমগ্র ইহুদিদের]] প্রায় ৪৩% আজ ইসরায়েলে বসবাস করে, যা বিশ্বের বৃহত্তম ইহুদি সম্প্রদায়।<ref>{{cite [[3]report |author=DellaPergola, Sergio |date=2015 |title=World Jewish Population, 2015 |url=http://www.jewishdatabank.org/Studies/downloadFile.cfm?FileID=3394 |publisher=Berman Jewish DataBank |access-date=12 September 2016}}</ref>
 
[[ক্যাম্প ডেভিড চুক্তি|ক্যাম্প ডেভিড চুক্তির]] ভিত্তিতে ১৯৭৯ সালে উদ্বেগপূর্ণ [[মিশর–ইসরায়েল শান্তি চুক্তি]] স্বাক্ষরিত হয়। ইসরায়েল [[ফিলিস্তিন মুক্তি সংস্থা]]র সাথে ১৯৯৩ সালে [[ওসলো আই চুক্তি]] স্বাক্ষর করে, তারপরে [[ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষ]] প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৪ সালে [[ইসরাইল-জর্ডান শান্তি চুক্তি|ইসরায়েল-জর্ডান শান্তি চুক্তি]] স্বাক্ষরিত হয়। [[ইসরায়েলি–ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া|শান্তিচুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা]] সত্ত্বেও, এই সংঘাত ইসরায়েলি এবং আন্তর্জাতিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে একটি বড় ভূমিকা পালন করে।
 
প্রারম্ভিক দশকে [[ইসরায়েলের অর্থনীতি]] অনেকাংশে রাষ্ট্র-নিয়ন্ত্রিত এবং সামাজিক গণতান্ত্রিক ধারণার দ্বারা গঠিত ছিল। অর্থনীতিটি ১৯৭০-এর দশক থেকে ১৯৮০-এর দশকে মুক্ত বাজার সংস্কারের একটি ধারাবাহিকতা অর্জন করে এবং ধীরে ধীরে উদারনীতি গ্রহণ করে।<ref [৪]name="GradusKrakover2006">{{cite book|author1=Yehuda Gradus|author2=Shaul Krakover|author3=Eran Razin|title=The Industrial Geography of Israel|url=https://books.google.com/books?id=9nKIAgAAQBAJ&pg=PT13|date=10 April 2006|publisher=Routledge|isbn=978-1-134-97632-4|pages=13–61}}</ref> বিগত তিন দশকে অর্থনীতিতে যথেষ্ট প্রবৃদ্ধি ঘটে, তবে মাথাপিছু জিডিপি মজুরি বৃদ্ধির তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে।<ref name = "avda">{{cite report|url=https://adva.org/en/social-report-2020/|title=Israel – A Social Report 2020: The Public Interest Needs to Return to Center Stage|author=Shlomo Swirski|author2=Etty Konor|author3=Aviv Lieberman|publisher=[[Avda Center]]|date=February 20, 2020}}</ref>
 
==সংক্ষিপ্ত বিবরণ==