ইসরায়েলের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:ইহুদি ইতিহাস যোগ
১ নং লাইন:
{{ইসরায়েলের ইতিহাস}}
[[ইস্রায়েল দেশ|ইসরায়েলের ভূমি]]টি ইহুদিদের জন্মস্থান, যেখানে [[হিব্রু বাইবেল|হিব্রু বাইবেলের]] চূড়ান্ত রূপটি সংকলিত হয়েছে বলে মনে করা হয় এবং [[ইহুদি]] ও [[খ্রিস্টধর্ম|খ্রিস্টধর্মের]] উৎপত্তি স্থান। এছাড়াও [[পবিত্র ভূমি]] বা [[প্যালেস্তাইন (অঞ্চল)|প্যালেস্তাইন]] নামে পরিচিত। এখানে [[ইহুদী ধর্ম]], [[সামারিটিজম]], [[খ্রিস্টধর্ম]], [[ইসলাম]], [[দ্রুজ]] ও [[বাহাই ধর্ম|বাহ বিশ্বাসের]] পবিত্র স্থান রয়েছে। অঞ্চলটি বিভিন্ন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছে এবং ফলস্বরূপ, বিভিন্ন ধরণের জাতিগোষ্ঠী নিমন্ত্রণ করেছে। তবে, এই ভূমিটি সাধারণ যুগের (খ্রিস্টপূর্ব) প্রায় এক হাজার বছর পূর্ব থেকে সাধারণ যুগের তৃতীয় শতাব্দী (সিই) পর্যন্ত মূলত ইহুদিদের (যারা নিজেরাই পূর্ববর্তী [[কেনানীয়#হিব্রু বিবেল|কেনানীয়]] সম্প্রদায়ের লোক) নিয়ন্ত্রণে ছিল। [1] চতুর্থ শতাব্দীতে [[রোমান সাম্রাজ্য|রোমান সাম্রাজ্যের]] দ্বারা খ্রিস্টান ধর্ম গ্রহণের ফলে গ্রিকো-রোমান খ্রিস্টান জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠের দিকে অগ্রসর হয়<!--, যা [[খিলাফত|আরবী মুসলিম সাম্রাজ্যের]] দ্বারা অঞ্চলটি দখল করা মাত্র ৭ম শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল না, বরং আরও পুরো ছয় শতাব্দীর জন্য ছিল।--> এটি ক্রুসেডার সময়কালের (১০৯৯-১২৯১) সমাপ্তির পরে ধীরে ধীরে মুসলিম অঞ্চল হয়ে ওঠে, সেই সময়ে অঞ্চলটি খ্রিস্টান ও ইসলামের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি ত্রয়োদশ শতাব্দী থেকে মূলত আরবি ভাষার সাথে মুসলিম অঞ্চলে পরিণত হয় এবং এটি প্রথমমে [[মামলুক সালতানাত (কায়রো)|মামলুক সালতানাতের]] সিরিয়ান প্রদেশের অংশ ও ১৫১৬ সালের পরে থেকে [[সিনাই ও ফিলিস্তিন অভিযান|১৯১৭-১৮ সালে ব্রিটিশ বিজয়ের]] আগ পর্যন্ত [[অটোমান সাম্রাজ্য|অটোমান সাম্রাজ্যের]] অংশ ছিল।