ফেলুদা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র যোগ/সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
২৮ নং লাইন:
| জাতীয়তা = [[ভারতীয়]]
}}
'''প্রদোষ চন্দ্র মিত্র''' ওরফে '''ফেলুদা''' [[সত্যজিৎ রায়]] সৃষ্ট [[বাংলা সাহিত্য|বাংলা সাহিত্যের]] একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র।<ref name="Robinson1989">{{বই উদ্ধৃতি|লেখক=রবিনসন|শিরোনাম=Satyajit Ray: The Inner Eye|ইউআরএল=https://books.google.com/books?id=TnkcLvYRNfMC&pg=PA233|সংগ্রহের-তারিখ=9 July 2012|বছর=১৯৮৯|প্রকাশক=ক্যালিফোর্নিয়া প্রেস বিশ্ববিদ্যালয়|আইএসবিএন=978-0-520-06946-6|পাতাসমূহ=২৩৩–|প্রথমাংশ=অ্যান্ড্রু|অবস্থান=|ভাষা=ইংরেজি|সংস্করণ=সচিত্র, পুনর্মুদ্রণ, পুন: প্রকাশ|পাতা=}}</ref> ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের ''[[সন্দেশ (পত্রিকা)|সন্দেশ]]'' পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প "[[ফেলুদার গোয়েন্দাগিরি|''ফেলুদার গোয়েন্দাগিরির'']]" প্রথমভাগ প্রকাশিত হয়,<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.prothomalo.com/feature/gollachut/ফেলুদা-শঙ্কু-ও-তারিণীর-গল্প|শিরোনাম=ফেলুদা, শঙ্কু ও তারিণীর গল্প|শেষাংশ=ভৌমিক|প্রথমাংশ=প্রণব|ওয়েবসাইট=প্রথম আলো|ভাষা=bn|আর্কাইভের-ইউআরএল=http://web.archive.org/web/20210513054854/https://www.prothomalo.com/feature/gollachut/ফেলুদা-শঙ্কু-ও-তারিণীর-গল্প|আর্কাইভের-তারিখ=১৩ মে ২০২১|সংগ্রহের-তারিখ=১৩ মে ২০২১}}</ref> যা পরের আরো দুইটি সংখ্যার মাধ্যমে শেষ হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.anandabazar.com/culture/book-reviews/review-of-the-book-written-on-feluda-1.540634|শিরোনাম=ফেলুদা সরগরম|তারিখ=৩১ ডিসেম্বর ২০১৬|ওয়েবসাইট=আনন্দবাজার পত্রিকা|আর্কাইভের-ইউআরএল=http://web.archive.org/web/20210206034247/https://www.anandabazar.com/culture/book-reviews/review-of-the-book-written-on-feluda-1.540634|আর্কাইভের-তারিখ=৬ ফেব্রুয়ারি ২০২১|সংগ্রহের-তারিখ=১৩ মে ২০২১}}</ref> ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। ফেলুদার প্রধান সহকারী তার খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে [[তোপসে]] ও লেখক [[লালমোহন গাঙ্গুলি]] (ছদ্মনাম জটায়ু)। ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় তার ছোটবেলায় পড়া [[শার্লক হোমস]] এর গোয়েন্দা গল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই ফেলুদার চরিত্রের সাথে অনেক জায়গায় আমরা হোমসের আর ফেলুদার ভাই ও সহকারী [[তোপসে|তোপসের]] সাথে হোমসের সহকারী [[ড. জন ওয়াটসন|ওয়াটসনের]] মিল পাই। নিজের লেখা অধিকাংশ গল্পের বইয়ের মতই ফেলুদার বইতেও সত্যজিৎ রায় নিজেই প্রচ্ছদ ও অলংকরণ করতেন। সত্যজিৎ রায় ফেলুদার ''সোনার কেল্লা'' ও ''[[জয় বাবা ফেলুনাথ]]'' উপন্যাসদুটিকে চলচ্চিত্রায়িত করেন। এই দুই ছবিতে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা [[সৌমিত্র চট্টোপাধ্যায়]] ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন। আর তাই তার অধিকাংশ বইয়ের ফেলুদার ছবির অলংকরণে সৌমিত্র চট্টপাধায়ের আদলের ছাপ স্পষ্ট। একই ভাবে জটায়ু চরিত্রের অলঙ্করণে স্পষ্ট সিনেমায় এই চরিত্রের জন্য তার নির্বাচিত অভিনেতা [[সন্তোষ দত্ত|সন্তোষ দত্তের]] আদল। বর্তমানে সত্যজিতের পুত্র [[সন্দীপ রায়]] ফেলুদার গল্প ও উপন্যাস নিয়ে টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্র নির্মাণ করেন। ফেলুদার রহস্য খুব জটিল।
 
== ''চরিত্রে ফেলুদা'' ==
 
=== ফেলুদার ব্যক্তিত্ব ===
ফেলুদার গল্পে তার চরিত্রকে আঁকা হয়েছে প্রায় ২৭ বছর বয়সী একজন যুবক হিসেবে, যার উচ্চতা ৬<nowiki>'২''</nowiki>। ফেলুদা [[মার্শাল আর্ট|মার্শাল আর্টে]] বিশেষ দক্ষ। যদিও অসম্ভব ভালো বিশ্লেষণ ও পর্যবেক্ষনের ক্ষমতার ওপরেই যে কোনও রহস্যের সমাধানে সে আস্থা রাখতে ভালোবাসে। তার এই বিশেষ ক্ষমতাকে সে মজা করে বলে থাকে মগজাস্ত্র। যদিও বাড়তি সতর্কতার জন্য তার নিজস্ব পয়েন্ট থ্রি টু কোল্ট রিভলভার রয়েছে। রিভলভার থেকে গুলি চালাতে ফেলুদাকে খুব কম গল্পেই দেখা যায় । যদিও সাম্প্রতিক ফেলুদার সিনেমাগুলোর প্রায় সবকটায় ফেলুদাকে গুলি চালাতে দেখা গেছে। ফেলুদার রহস্য অনেকসময়েই কলকাতার বাইরেও বিস্তারলাভ করে, এমনকি অনেক সময়ে তা দেশের গন্ডিও ছাড়িয়ে যায়। এমনকি পাড়াগাঁয়েও ফেলুদাকে দেখা গেছে গোয়েন্দাগিরি করতে। রহস্যের বিস্তার যেখানেই ঘটুক না কেন, সেই জায়গা সম্পর্কে বিস্তারিত পড়াশুনো করে যাওয়া ফেলুদার অভ্যাস।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.kishoralo.com/feature/ডিটেকটিভ-প্রদোষ-সি-মিটার|শিরোনাম=ডিটেকটিভ প্রদোষ সি মিটার|শেষাংশ=মুখোপাধ্যায়|প্রথমাংশ=দেবব্রত|তারিখ=২ মে ২০১৯|ওয়েবসাইট=kishor.alo|ভাষা=bn|প্রকাশনার-তারিখ=৫ মে ২০১৭|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20210513055316/https://www.kishoralo.com/feature/ডিটেকটিভ-প্রদোষ-সি-মিটার|আর্কাইভের-তারিখ=১৩ মে ২০২১|সংগ্রহের-তারিখ=১৩ মে ২০২১}}</ref>
 
=== ফেলুদার ব্যক্তিগত জীবন ===