সৌরজগতের জন্ম ও বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৬ নং লাইন:
 
[[কৌণিক ভরবেগের সংরক্ষণ|কৌণিক ভরবেগের সংরক্ষণের]] ফলে পতিত হওয়ার সময় নীহারিকাগুলি দ্রুততর গতিতে আবর্তিত হয়। নীহারিকার অভ্যন্তরস্থ পদার্থ ঘনীভূত হতে থাকলে তার ভিতরকার পরমাণুগুলি ক্রমবর্ধমান পৌনঃপুনিকতায় পরস্পরের সঙ্গে সঙ্ঘাতে লিপ্ত হয়। ফলে সেগুলির [[গতীয় শক্তি]] [[তাপ|তাপে]] রূপান্তরিত হয়। কেন্দ্রে, যেখানে ভরের অধিকাংশই সঞ্চিত হয়, সেই স্থানটি পারিপার্শ্বিক চাকতির তুলনায় উত্তরোত্তর উষ্ণতর হতে থাকে।<ref name= "Arizona" /> প্রায় ১০০,০০০ বছরেরও বেশি সময় ধরে<ref name=Montmerle2006>{{cite journal|author1=থিয়েরি মন্টমার্লে |author2=জেন-চার্লস অগারিউ |author3=মার্ক কসিডন |title=সোলার সিস্টেম ফরমেশন অ্যান্ড আর্লি ইভোলিউশন : দ্য ফার্স্ট ১০০ মিলিয়ন ইয়ারস |অনূদিত-শিরোনাম= সৌরজগতের উদ্ভব ও আদি বিবর্তন: প্রথম ১ কোটি বছর |journal= আর্থ, মুন, অ্যান্ড প্ল্যানেটস |volume=৯৮|issue=১–৪ |publisher=স্প্রিংগার |pages=৩৯–৯৫ |year=২০০৬ |doi=10.1007/s11038-006-9087-5| bibcode=2006EM&P...98...39M |s2cid=120504344 }}</ref> অভিকর্ষ, গ্যাসের চাপ, চৌম্বক ক্ষেত্র ও আবর্তনের শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ফলে নীহারিকার সংকোচন ঘটে এবং তা চ্যাপ্টা হয়ে প্রায় ২০০ জ্যো.এ. ব্যাসবিশিষ্ট একটি ঘূর্ণায়মান [[আদিগ্রহীয় চাকতি|আদিগ্রহীয় চাকতিতে]] পরিণত হয়<ref name= "Arizona" /> এবং কেন্দ্রস্থলে একটি উত্তপ্ত ও ঘন [[প্রোটোস্টার|আদিনক্ষত্র]] (যে নক্ষত্রে হাইড্রোজেন গালন শুরু হয়নি) গঠিত হয়।<ref>{{cite journal |year= ২৯৯৫ |author=জেন এস. গ্রেভস | title= ডিস্কস অ্যারাউন্ড স্টারস অ্যান্ড দ্য গ্রোথ অফ প্ল্যানেটারি সিস্টেমস |অনূদিত-শিরোনাম= নক্ষত্রের চতুর্পার্শ্বস্থ চাকতিসমূহ এবং গ্রহব্যবস্থার উদ্ভব | journal=সায়েন্স | volume=৩০৭ | pages=৬৮–৭১ | doi=10.1126/science.1101979 | pmid= 15637266 | issue= ৫৭০৬ |bibcode = 2005Sci...307...68G |s2cid=27720602 }}</ref>
 
মনে করা হয় যে, [[নাক্ষত্রিক বিবর্তন|বিবর্তনের]] এই মুহুর্ত পর্যন্ত সূর্য একটি [[টি টউরি নক্ষত্র]] হিসেবে থাকে।<ref name=apj2_313>{{cite journal |author1=কাফে, এম. ডব্লিউ. |author2=হোহেনবার্গ, সি. এম. |author3=সুইন্ডল, টি. ডি. |author4=গোস্বামী, জে. এন. | title=এভিডেন্স ইন মেটিওরাইটস ফর অ্যান অ্যাক্টিভ আর্লি সান |অনূদিত-শিরোনাম= উল্কাপিণ্ডে এক সক্রিয় আদি সূর্যের প্রমাণ| journal=অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল রেজাল্টস | volume=৩১৩ | date=১ ফেব্রুয়ারি ১৯৮৭ | pages=এল৩১–এল৩৫ | doi=10.1086/184826 | bibcode=1987ApJ...313L..31C | hdl=2060/19850018239 | hdl-access=free }}</ref> টি টউরি নক্ষত্রগুলি নিয়ে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে যে, এগুলির সংর প্রায়শই {{Solar mass|0.001–0.1}} ভরবিশিষ্ট প্রাক্-গ্রহীয় পদার্থের চাকতি অবস্থান করে।<ref name= "Kitamara">{{cite conference |author1=এম. মোমোজ |author2=ওয়াই. কিতামুরা |author3=এস. ইয়োকোগাওয়া |author4=আর. কাওয়াবে |author5=এম. তামুরা |author6=এস. ইদা | title= ইনভেস্টিগেশন অফ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ প্রোটোপ্ল্যানেটারি ডিস্কস অ্যারাউন্ড টি টউরি স্টারস বাই আ হাই-রেজোলিউশন ইমেজিং সার্ভে অ্যাট লাম্বডা = ২ এমএম |অনূদিত-শিরোনাম= লাম্বডা = ২ মিমিতে হাই-রেজোলিউশন ইমেজিং সার্ভে কর্তৃক পর্যবেক্ষণে টি টউরি নক্ষত্রগুলির চারিপার্শ্বে আদিগ্রহীয় চাকতিগুলির ভৌত বৈশিষ্ট্য |journal=দ্য প্রিসিডিংস অফ দি আইএইউ ৮থ এশিয়ান-প্যাসিফিক রিজিওনাল মিটিং | book-title= দ্য প্রিসিডিংস অফ দি আইএইউ ৮থ এশিয়ান-প্যাসিফিক রিজিওনাল মিটিং, ১ম খণ্ড |year=২০০৩ | publisher=অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ দি প্যাসিফিক কনফারেন্স সিরিজ | volume=২৮৯ | editor=ইকেউচি, এস. |editor2=হার্নশ, জে. |editor3= হানাওয়া, টি. | pages=৮৫ |bibcode=2003ASPC..289...85M }}</ref> এই চাকতিগুলির প্রসার ঘটে কয়েকশো [[জ্যোতির্বৈজ্ঞানিক একক|জ্যো.এ.]] জুড়ে—[[হাবল স্পেস টেলিস্কোপ]] কালপুরুষ নীহারিকার মতো [[তারা গঠন|নক্ষত্রগঠনকারী অঞ্চলগুলিতে]] ১০০০ জ্যো.এ. ব্যাসবিশিষ্ট আদিগ্রহীয় চাকতি পর্যবেক্ষণ করেছে।<ref>{{cite journal| journal=দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল |date=মার্চ ১৯৯৯ | volume= ১১৭| issue=৩ | pages=১৪৯০–১৫০৪ | doi=10.1086/300781| title=হাবল স্পেস টেলিস্কোপ/নিকমোস ইমেজিং অফ ডিস্কস অ্যান্ড এনভেলপস অ্যারাউন্ড ভেরি ইয়াং স্টারস |অনূদিত-শিরোনাম= অতি নবীন নক্ষত্রসমূহের চারিপার্শ্বে চাকতি ও আবরণগুলির হাবল স্পেস টেলিস্কোপ/নিকমোস চিত্রগ্রহণ |author1=ডেবোরাহ্ এল. প্যাডগেট |author2=উলফগং ব্র্যান্ডনার |author3=কার্ল আর. স্ট্যাপেলফেল্ট |display-authors=ও অন্যান্য | bibcode=1999AJ....117.1490P|arxiv = astro-ph/9902101 |s2cid=16498360}}</ref> এগুলি তুলনামূলকভাবে শীতল। উষ্ণতম অবস্থায় এগুলির পৃষ্ঠভাগের তাপমাত্রা থাকে মাত্র প্রায় {{cvt|1000|K|C F|||}}।<ref>{{cite journal |author1=এম. কুকার |author2=টি. হেনিং |author3=জি. রুডিগার | title=ম্যাগনেটিক স্টার-ডিস্ক কাপলিং ইন ক্ল্যাসিকাল টি টিউরি সিস্টেমস |অনূদিত-শিরোনাম= ধ্রুপদি টি টউরি ব্যবস্থায় চৌম্বক নক্ষত্র-চাকতির জোড়বন্ধন | journal=অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল |year=২০০৩ | volume=৫৮৯ | issue=১ | pages=৩৯৭–৪০৯ | doi=10.1086/374408 | bibcode=2003ApJ...589..397K |s2cid=54039084 | url=http://pdfs.semanticscholar.org/8402/67bfa6887ea23cc1e4610c42cfe012fc8de6.pdf }}</ref>
 
== তথ্যসূত্র ও পাদটীকা ==