উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সরাসরি পরামর্শ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
টাইম ফিক্স
১ নং লাইন:
''এ পাতাটি উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত IRC চ্যানেল ভিত্তিক সরাসরি পরামর্শ সেবা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সমন্বয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। আপনি যদি সরাসরি পরামর্শ ব্যবস্থার পক্রিয়া নিয়ে কোনো আলোচনা করতে চান তাহলে [[উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প সরাসরি পরামর্শ|এ পাতায়]] আলোচনার সূচনা করুন।''
 
সরাসরি পরামর্শ উইকিপ্রকল্প এমন একটি প্রকল্প যা একেবারে নতুন সহ যেকোনো ব্যবহারকারী তার সমস্যার ব্যাপারে অভিজ্ঞ ব্যবহারকারীদের কাছ থেকে আরও তড়িৎত্বরিত সাহায্য বা পরামর্শ পেতে সাহায্য করবে। উইকিমিডিয়া প্রকল্প বিশেষ করে উইকিপিডিয়া সম্পর্কিত যে কোনো বিষয়ে তাৎক্ষণিক বা সরাসরি সাহায্য বা পরামর্শ পেতে IRC ফ্রিনোড [irc://chat.freenode.net:8001/wikimedia-bd #Wikimedia-bd] চ্যানেলে উপস্থিত উইকিপিডিয়ান বা উইকিমিডিয়ানকে আপনার প্রশ্নটি জানান অথবা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। উপস্থিত উইকিপিডিয়ান আপনার প্রশ্নের যথাসম্ভব তাৎক্ষণিক উত্তর দিতে চেষ্টা করবেন। যদি তাৎক্ষণিক ভাবে উত্তর দেওয়া সম্ভব না হয়, তিনি আপনাকে অন্য কোনো সাহায্য মাধ্যম যেমন [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা|আলোচনাসভা]] বা কোনো উইকিপিডিয়ানের অথবা আপনার নিজের ব্যক্তিগত আলাপের পাতায় বার্তা রাখার দিক নির্দেশনা দিতে পারেন।
 
মনে রাখবেন, আমরা নিশ্চিত নই যে IRC চ্যানেলে কোনো ব্যবহাকারী আপনাকে সেবা প্রদানের জন্য উপস্থিত থাকবেন, তবে বেশ কয়েকজন উইকিপিডিয়ান নিয়মিত দিনের বিভিন্ন সময়ে উইকিপিডিয়াতে সময় দেন এবং তারা চ্যানেলে উপস্থিত থাকেন, তাই আপনার প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তাদের কাউকে না কাউকে সেখানে উপস্থিত পাওয়ার সম্ভবনা বেশি। যদি চ্যানেলে সেবা প্রদানের জন্য কাউকে না পাওয়া যায় তাহলে উইকিপিডিয়ার সাধারণ নিয়মে আপনার আলাপের পাতায় {{t1|সাহায্য করুন}} ট্যাগটি যোগ করে এর নিচে আপনার প্রশ্ন বা বার্তা রাখুন। এতে পরবর্তীতে উইকিপিডিয়াতে উপস্থিত কোনো ব্যবহারকারী আপনার প্রশ্ন বা বার্তার উত্তর দিতে পারেন।
১৩ নং লাইন:
আপনি যে কোনো সময়ে IRC চ্যানেলে উপস্থিত হয়ে এ প্রকল্পে অংশ নিতে পারেন, তবে স্বেচ্ছাকর্মী সমন্বয় এবং ব্যবহারকারীদের জানার সুবিধার্থে নিচে আপনার আসল নাম, নিবন্ধিত IRC নিক এবং আপনার সম্ভাব্য বাংলাদেশের সময় অনুযায়ী লগ-ইন সময়ের পরিসর, যে সময়ে আপনি এ প্রকল্পের জন্য সময় দিতে ইচ্ছুক তা প্রদান করুন।
 
{| class="wikitable" border="1" width=50%
|+ সাহায্য করতে ইচ্ছুক ব্যবহারকারী, তাদের নিক এবং তাদের সম্ভব্য উপস্থিতির সময়
! IRC নিক !! নাম !! সম্ভাব্য লগ-ইন সময় (ঐচ্ছিক)
২১ নং লাইন:
| nasirkhan || নাসির খান সৈকত || ১৯:০০ - ০৩:০০
|-
|Wikitanvir || তানভির রহমান || ২২:০০ - ০৫:০০
|}
 
 
[[Category:উইকিপ্রকল্প]]