হুপেই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৩ নং লাইন:
হুপেই অঞ্চলে পরিশীলিত নবপ্রস্তরযুগীয় সংস্কৃতির কেন্দ্র ছিল। []] [৮] [[শরৎ বসন্ত কাল|শরৎ ও বসন্ত কালে]] (৭৭০–৪৭৬ খ্রিস্টপূর্ব) আজকের হুপেই অঞ্চলটি শক্তিশালী [[ছু (রাজ্য)|ছু রাজ্যের]] অংশ ছিল। ছু প্রধানত [[চৌ রাজবংশ|চৌ রাজবংশের]] মনোনীত একটি শাখা রাজ্য ছিল এবং এটি নিজেই চীনা সভ্যতার একটি সম্প্রসারণ, যা উত্তরে কয়েক শতাব্দী আগে উত্থিত হয়েছিল; তবে এটি সাংস্কৃতিকভাবে উত্তর ও দক্ষিণের সংস্কৃতির একটি অনন্য মিশ্রণও ছিল এবং এটি একটি শক্তিশালী রাজ্য, যা [[উত্তর চীন সমভূমি|উত্তর চীন সমভূমিতে]] উত্তর দিকে প্রসারিত হয়ে মধ্য ও নিম্ন [[ছাং চিয়াং নদী|ছাং চিয়াং নদীর]] বেশিরভাগ অংশে অবস্থান করে। [9]
 
[[সুং রাজবংশ]] ৯৮২ সালে অঞ্চলটিকে পুনরায় একত্রিত করে এবং হুপেইয়ের বেশিরভাগ অংশকে [[চিংহুপেই সার্কিট|চিংহুপেই সার্কিটে]] স্থাপন করে, এটি হুপেইয়ের বর্তমান নামের দীর্ঘতম সংস্করণ। মঙ্গোলরা ১২৭৯ সালে অঞ্চলটি জয় করে এবং তাদের শাসনামলে হুপেই এবং হুয়ানহুনান, [[কুয়াংতুং]] এবং [[কুয়াংজি]]র কিছু অংশ জুড়ে [[হুকয়াং]] প্রদেশটি প্রতিষ্ঠিত হয়। [[মঙ্গোল]] শাসনামলে ১৩৩১ সালে [[কালো মৃত্যু|কালো মড়কের]] প্রাদুর্ভাব হুপেই প্রদেশকে ধ্বংস করে ফেলে এবং ইংল্যান্ড, বেলজিয়াম ও [[ইতালি|ইতালিকে]] ১৩৪৮ সালের জুন মাসে ড়িয়ে পডরে।[১১] মিং শাসকদের দ্বারা মোঙ্গলরা বিতাড়িত হয়। বর্তমানের ঊহানে উচ্যাং বিদ্রোহ শুরু হয়েছিল ১৯১১ সনে। কিং রাজবংশকে অপসারন করে চীনা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। ওয়াং জিংগুয়েই পরিাচালিত কুওমিংটাং এর বাম শাখা ঊহানকে সরকারের একটি সীটে পরিনত করেন। এই সরকার নানজিং এর চিয়াং কাই শেকের সরকারের সাথে যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে [[জাপান]] হুপেই এর পূর্বাংশ দখল করে নেয়। পশ্চিমাংশ যুদ্ধ চলাকালীন সময়ে বরাবর চীনের নিয়ন্ত্রণে থাকে। ১৯৯৩ সনে ঈচ্যাং এর নিকট ইয়াংতজি নদীর উপরে ‘থ্রী জর্জেস ড্যাম’ নির্মাণ শুরু হয়।
 
== ভৌগলিক অবস্থান==