শেহবাজ শরীফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
|native_name =
|native_name_lang =
|order =[[Chief Minister of Punjab, Pakistan#List of Chief Ministers of Punjab|১৩ তম]] এবং [[Chief Minister of Punjab, Pakistan#List of Chief Ministers of Punjab|১৬তম]] [[Chief Minister of Punjab, Pakistan|পাঞ্জাবের প্রধানমন্ত্রীমুখ্যমন্ত্রী]]
| image = Chief Minister of the Punjab (8047057165) (cropped).jpg
|caption =মিয়া শেহবাজ শরীফ
৯১ নং লাইন:
}}
 
''' মিয়া মুহাম্মদ শেহবাজ শরীফ''' ({{IPA-hns|miˈɑ̃ː mʊˈɦəm.məd̪ ʃɛhˈbɑːz ʃəˈriːf|pron}}, জন্ম ২৩ সেপ্টেম্বর ১৯৫১) একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ৮ জুন ২০১৩ হতে [[Chief Minister of Punjab (Pakistan)|পাঞ্জাবের (পাকিস্তান) প্রধানমন্ত্রীমুখ্যমন্ত্রী]] হিসেবে নিয়োজিত আছেন।
 
তিনি বিশিষ্ট রাজনৈতিক শরীফ পরিবারের ব্যক্তিত্ব, তিনি মিয়া শরীফ (ইত্তেফাক গ্রুপের প্রতিষ্ঠাতা) এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীমুখ্যমন্ত্রী [[নওয়াজ শরীফ|নওয়াজ শরীফের]] ভাই, যিনি পাকিস্তান মুসলিম লীগের (এন) সভাপতিও ছিলেন। শেহবাজ শরীফ ১৯৮৮ সালে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন এবং ১৯৯০ সালে জাতীয় পরিষদে নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি আবার পাঞ্জাব অধিবেশনে নির্বাচিত হন এবং বিরোধীদলীয় নেতা হন। ১৯৯৭ সালে তৃতীয়বারের মত নির্বাচন করে শরিফ ২০ ফেব্রুয়ারি, ২০০৫ তারিখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
 
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর শরিফ কিছু বছর সৌদি আরবে স্ব-নির্বাসনে যান এবং ২০০৭ সালে পাকিস্তানে আসেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে প্রদেশের পিএমএল-এন বিজয়ী হওয়ার পর শরীফ দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রীরমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিন। । ২০১৩ সালে তিনি তৃতীয়বার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
 
==প্রারম্ভের জীবন এবং শিক্ষা==
১০২ নং লাইন:
 
==ব্যক্তিগত জীবন==
তার দুই ভাই রয়েছে, আব্বাস শরীফ, এবং নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী।মুখ্যমন্ত্রী। তার ভাবী, কুলসুম বাট, পাকিস্তানের তিনবারের ফাস্ট লেডী।
 
শেহবাজ প্রথমে তার চাচাত-বোন, নুসরাত শেহবাজকে বিয়ে করেন।<ref name="dawn/3jan2014">{{সংবাদ উদ্ধৃতি |লেখক১=Iftikhar A. Khan |লেখক২=Kalbe Ali |শিরোনাম=The mystery of Raiwind palace ownership |ইউআরএল=https://www.dawn.com/news/1078082|কর্ম=DAWN.COM|তারিখ=3 January 2014|ভাষা=en |অকার্যকর-ইউআরএল=no |সংগ্রহের-তারিখ=23 July 2017}}</ref> এই দম্পতি ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন,{{cn|date=July 2017}} এবং দুইজন সন্তান রয়েছে, সালমান ও [[হামজাহ শাহবাজ শরীফ|হামজা]], এবং দুই কন্যা যাবেরিয়া ও রাবিয়া।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Shahbaz's family arrives|ইউআরএল=https://www.dawn.com/news/396797/shahbaz-s-family-arrives|সংগ্রহের-তারিখ=23 July 2017|কর্ম=DAWN.COM|তারিখ=19 September 2004|ভাষা=en}}</ref>