সৌরজগতের জন্ম ও বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৩ নং লাইন:
[[নীহারিকা অনুকল্প|নীহারিকা অনুকল্পের]] মতে, একটি দৈত্যাকার [[আণবিক মেঘ|আণবিক মেঘের]] একটি খণ্ডাংশের অভিকর্ষীয় পতনের ফলে সৌরজগৎ গঠিত হয়েছিল।<ref name="Montmerle2006" /> মূল মেঘটি ২০ [[পারসেক]] (৬৫ [[আলোকবর্ষ]]) প্রশস্ত ছিল,<ref name="Montmerle2006" /> অন্যদিকে খণ্ডাংশটি ছিল মোটামুটি ১ পারসেক (সওয়া তিন আলোবর্ষ) প্রশস্ত।<ref name="Arizona">{{cite web|title=লেকচার ১৩: দ্য নেব্যুলার থিওরি অফ দি অরিজিন অফ দ্য সোলার সিস্টেম |অনূদিত-শিরোনাম= ত্রয়োদশ বক্তৃতা: সৌরজগতের উৎসের নীহারিকা তত্ত্ব|url = http://atropos.as.arizona.edu/aiz/teaching/nats102/mario/solar_system.html| author=অ্যান জাবলুডফ |author-link= অ্যান জাবলুডফ | access-date=২০০৬-১২-২৭ | date=বসন্ত ২০০৩ }}</ref> খণ্ডাংশগুলি আবারও ভেঙে পড়ে ০.০১-০.১ পারসেক (২,০০০-২০,০০০ [[জ্যোতির্বৈজ্ঞানিক একক|জ্যো.এ.]]) আকারবিশিষ্ট ঘন অন্তঃস্থল গঠন করে।<ref group="lower-alpha">জ্যোতির্বৈজ্ঞানিক একক বা জ্যো.এ. হল পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গড় দূরত্ব বা প্রায় ১৫ কোটি কিলোমিটার। এটি আন্তঃগ্রহ দূরত্ব পরিমাপের প্রামাণ্য একক।</ref><ref name="Montmerle2006" /><ref>{{cite journal|journal=আর্থ, মুন, অ্যান্ড প্ল্যানেটস |publisher=স্প্রিংগার নেদারল্যান্ডস |volume=৩৪ |year= ১৯৮৬ |pages=৯৩–১০০ |title= ফারদার কনসিডারেশনস অন কনট্র্যাকটিং সোলার নেব্যুলা |অনূদিত-শিরোনাম= সৌর নীহারিকার সংকোচন প্রসঙ্গে অতিরিক্ত বিবেচনা |author=জে. জে. রাওয়াল |place=নেহেরু প্ল্যানেটোরিয়াম, বোম্বাই, ভারত| doi=10.1007/BF00054038|issue=১|bibcode=1986EM&P...34...93R |s2cid=121914773}}</ref> এই পতনশীল খণ্ডাংশগুলির একটিই (যা "প্রাক্-সৌর নীহারিকা" নামে পরিচিত) যা গঠন করে তা পরিণত হয় সৌরজগতে।<ref name="composition">{{cite conference | author=ডব্লিউ. এম. আরভিন | title=দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য প্রি-সোলার নেব্যুলা |অনূদিত-শিরোনাম= প্রাক্-সৌর নীহারিকার রাসায়নিক গঠন | book-title=কমেটারি এক্সপ্লোরেশন |year=১৯৮৩ | volume=১ | editor=টি. আই. গমবোসি | pages=৩–১২ | bibcode=1983coex....1....3I }}</ref> এই অঞ্চলটির উপাদানসমষ্টির ভর ছিল সূর্যের ভরের ({{Solar mass|link=y}}) সামান্য বেশি এবং এই উপাদানসমষ্টি ছিল আজকের সূর্যের উপাদানসমষ্টিরই অনুরূপ। এই উপাদানগুলি হল [[মহাবিস্ফোরণ কেন্দ্রীন সংশ্লেষ|মহাবিস্ফোরণ কেন্দ্রীন সংশ্লেষের]] ফলে উদ্ভূত [[হাইড্রোজেন]], [[হিলিয়াম]] ও সামান্য পরিমাণে [[লিথিয়াম]], যা এটির ভরের ৯৮ শতাংশ গঠন করেছিল। অবশিষ্ট ২ শতাংশ ভর [[ধাতবতা|অধিকতর ভারী মৌল]] দ্বারা গঠিত, যা সৃষ্টি হয় নক্ষত্রগুলির পূর্বতর প্রজন্মগুলিতে [[কেন্দ্রীন সংশ্লেষ|কেন্দ্রীন সংশ্লেষের]] দ্বারা।{{sfn|জেইলিক|গ্রেগরি|১৯৯৮|p=২০৭}} এই নক্ষত্রগুলির জীবদ্দশার বিলম্বিত পর্যায়ে এগুলি অধিকতর ভারী মৌলগুলিকে [[আন্তঃনাক্ষত্রিক মাধ্যম|আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে]] উৎক্ষিপ্ত করে দেয়।<ref name=Lineweaver2001 />
[[File:M42proplyds.jpg|thumb|left|এক আলোকবর্ষ-ব্যাপী "নাক্ষত্রিক নার্সারি" [[কালপুরুষ নীহারিকা|কালপুরুষ নীহারিকায়]] আদিগ্রহীয় চাকতিগুলির হাবল চিত্র। এই নীহারিকাটি সম্ভবত যে আদিম নীহারিকা থেকে সূর্য গঠিত হয়েছিল তার অত্যন্ত অনুরূপ একটি নীহারিকা।]]
মনে করা হয়, [[ক্যালসিয়াম-অ্যালুমিনিয়াম-সমৃদ্ধ প্রোত|উল্কাপিণ্ডে প্রাপ্ত প্রাচীনতম প্রোতগুলি]] প্রাক্-সৌর নীহারিকায় উৎপন্ন প্রথম কঠিন পদার্থের চিহ্ন। এগুলির বয়স ৪৫,৬৮,২০০,০০০ বছর, যা সৌরজগতের বয়সের একটি সংজ্ঞা।<ref name="Bouvier">{{cite journal |author1=অড্রে বোভিয়ার |author2=মীনাক্ষী ওয়াধা | title=দি এজ অফ দ্য সোলার সিস্টেম রিডেফাইনড বাই দি ওল্ডেস্ট পিবি-পিবি এজ অফ আ মেটিওরিট্রিক ইনক্লুশন |অনূদিত-শিরোনাম= একটি উল্কাপিণ্ড-সংক্রান্ত প্রোতের প্রাচীনতন পিবি-পিবি বয়সের মাধ্যমে পুনঃসংজ্ঞায়িত সৌরজগতের বয়স | journal=নেচার জিওসায়েন্স |year=২০১০ | doi=10.1038/NGEO941 | volume=৩ |issue=৯ | pages=৬৩৭–৬৪১|bibcode = 2010NatGe...3..637B }}</ref> প্রাচীন উল্কাপিণ্ডগুলি পরীক্ষা করে স্বল্পকাল-স্থায়ী আইসোটোপগুলির সুস্থির কন্যা নিউক্লির চিহ্ন পাওয়া গিয়েছে। উদাহরণস্বরূপ [[লৌহ-৬০]]-এর নাম করা যায়, যা শুধুমাত্র বিস্ফোরণরত স্বল্পকালস্থায়ী নক্ষত্রের উৎপন্ন হয়। এটি ইঙ্গিত করে যে নিকটে এক বা একাধিক [[অতিনবতারা]] রয়েছে। একটি অতিনবতারা থেকে আগত [[অভিঘাতজ তরঙ্গ]] সম্ভবত মেঘের মধ্যে অপেক্ষাকৃত ঘন অঞ্চল সৃষ্টি করে এই অঞ্চলগুলির পতনের কারণ হয়ে সূর্য গঠনের সূত্রপাত ঘটিয়েছিল।<ref>{{Cite journal| last1 = উইলিয়ামস | first1 = জে.| title = দি অ্যাস্ট্রোফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য সোলার বার্থপ্লেস |অনূদিত-শিরোনাম= সৌর জন্মস্থানের জ্যোতিঃপদার্থবিজ্ঞান-সংক্রান্ত পরিবেশ | journal = কনটেম্পোরারি ফিজিক্স | volume = ৫১ | issue = ৫ | pages = ৩৮১–৩৯৬ | year = 2010| doi = 10.1080/00107511003764725|bibcode = 2010ConPh..51..381W |arxiv = 1008.2973 | s2cid = 118354201}}</ref> যেহেতু শুধুমাত্র অতিবৃহৎ ও স্বল্পকালস্থায়ী নক্ষত্রেরাই অতিনবতারা গঠন করে, সেই হেতু সূর্য নিশ্চয়ই অতিবৃহৎ নক্ষত্র উৎপাদনকারী একটি বৃহৎ নক্ষত্র-গঠনকারী অঞ্চলে উদ্ভূত হয়েছে। এই অঞ্চলটি সম্ভবত [[কালপুরুষ নীহারিকা|কালপুরুষ নীহারিকার]] অনুরূপ।<ref name=cradle>{{cite journal|author1=জে. জেফ হেস্টার |author2=স্টিভেন জে. ডেশ |author3=কেভিন আর. হেলি |author4=লরি এ. লেশিন | title= দ্য ক্রেডেল অফ দ্য সোলার সিস্টেম |অনূদিত-শিরোনাম= সৌরজগতের সূতিকাগার |journal=সায়েন্স | date=২১ মে ২০০৪ | pages= ১১১৬–১১১৭ | volume=৩০৪ | doi=10.1126/science.1096808 | pmid=15155936| issue=5674|bibcode = 2004Sci...304.1116H |s2cid=117722734 | url=http://pdfs.semanticscholar.org/9beb/4bbfab32abbd1dd0cc34f3345a01e179bcab.pdf }}</ref><ref name=iron>{{cite journal| journal=সায়েন্স |year= ২০০৭| volume= ৩১৬| issue= ৫৮২৮| pages=১১৭৮–১১৮১ | doi=10.1126/science.1141040| title= এভিডেন্স ফর আ লেট সুপারনোভা ইনজেকশন অফ <sup>৬০</sup>এফই ইনটু দ্য প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক |অনূদিত-শিরোনাম= আদিগ্রহীয় চাকতির মধ্যে <sup>৬০</sup>এফই-র একটি পরবর্তীকালীন অতিনবতারা সঞ্চারণের প্রমাণ |author1=মার্টিন বিজারো |author2= ডেভিড উলফবেক |author3=অ্যানি ট্রিনকুয়ার |author4=ক্রিস্টিন থ্রেন |author5=জেমস এন. কনেলি |author6=ব্র্যাডলি এস. মেয়ার | pmid=17525336|bibcode = 2007Sci...316.1178B |s2cid= 19242845}}</ref> [[কাইপার বেষ্টনী|কাইপার বেষ্টনীর]] গঠন এবং উক্ত বেষ্টনীর মধ্যে ব্যতিক্রমী পদার্থগুলির গঠন পরীক্ষা করে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে যে সূর্য ১,০০০ থেকে ১০,০০০ নক্ষত্রের একটি গুচ্ছের মধ্যে উৎপন্ন হয়েছিল, যে গুচ্ছটির ব্যাস ছিল ৬.৫ থেকে ১৯.৫ আলোকবর্ষের মধ্যে এবং সামগ্রিক ভর ছিল {{Solar mass|3,000|link=y}}। উৎপত্তির ১ কোটি ৩৫ লক্ষ থেকে ৫ কোটি ৩৫ লক্ষ বছরের মধ্যে গুচ্ছটি ভেঙে পড়তে শুরু করে।<ref>{{cite web|url=http://www.princeton.edu/main/news/archive/S34/82/42M30/|publisher=নিউজ অ্যাট প্রিন্সটন |access-date=২৪ সেপ্টেম্বর, ২০১২ |title= স্লো-মুভিং রকস বেটার অডস দ্যাট লাইফ ক্র্যাশড টু আর্থ ফ্রম স্পেস |অনূদিত-শিরোনাম= ধীরে-সঞ্চরণশীল পাথরগুলি মহাকাশ থেকে পৃথিবীতে জীবনের পতনের সম্ভাবনা বৃদ্ধি করেছে |author = মর্গ্যান কেলি}}</ref><ref>{{cite journal|title=দ্য লস্ট সিবলিংস অফ দ্য সান |অনূদিত-শিরোনাম= সূর্যের হারিয়ে যাওয়া সহোদরেরা |author= সাইমন এফ. পোর্টেগিজ জোয়ার্ট |journal=অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল |year=২০০৯ |volume=৬৯৬ |issue= এল১৩–এল১৬ | doi= 10.1088/0004-637X/696/1/L13|pages= এল১৩–এল১৬ |bibcode=2009ApJ...696L..13P |arxiv = 0903.0237 |s2cid= 17168366}}</ref> আমাদের নবীন সূর্য তার জীবনের প্রথম ১ কোটি বছরে নিকট দিয়ে অতিক্রমণকারী নক্ষত্রগুলির সঙ্গে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ায় রত এমন বেশ কয়েকটি সিম্যুলেশন থেকে বহিঃসৌরজগতে ব্যতিক্রমী কক্ষপথের দৃশ্য পাওয়া গিয়েছে। উদাহরণস্বরূপ [[বিচ্ছিন্ন বস্তু|বিচ্ছিন্ন বস্তুগুলির]] নাম করা যায়।<ref>{{cite journal|title= দ্য ফরমেশন অফ দি উর্ট ক্লাউড ইন ওপেন ক্লাস্টার এনভায়রনমেন্টস |অনূদিত-শিরোনাম= মুক্ত গুচ্ছ পরিবেশে উর্ট মেঘের উৎপত্তি |author1=নাথান এ. কাইব |author2=টমাস কুইন |journal=ইকারাস |volume= ১৯৭ |issue=১ |year=২০০৮ |pages= ২২১–২৩৮ |doi=10.1016/j.icarus.2008.03.020|bibcode=2008Icar..197..221K |arxiv = 0707.4515 |s2cid=14342946 }}</ref>
 
== তথ্যসূত্র ও পাদটীকা ==