অভ্যন্তরীণ তাপগতীয় বিভব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান ও অন্যান্য সংশোধন
RockyMasum (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ/সংশোধন
১ নং লাইন:
{{Thermodynamics |potentials}}
তাপগতিবিজ্ঞানের আলোচনায় '''অভ্যন্তরীণ তাপগতীয় বিভব''' বলতে নির্দিষ্ট মুহূর্তে কোনও [[তাপগতীয় ব্যবস্থা]]র [[অবস্থা]] নির্দেশকারী একটি [[চলরাশি]]কে বোঝায়, যা ব্যবস্থাটির [[অভ্যন্তরীণ শক্তি]] ও ব্যবস্থাটির [[চাপ]] ও [[আয়তন|আয়তনের]] গুণফলের সমষ্টি। একে ইংরেজি পরিভাষায় '''এনথালপি''' (Enthalpy) বলা হয়।<ref>{{cite web |url=http://www.oxforddictionaries.com/us/definition/american_english/enthalpy |title=Oxford Living Dictionaries |access-date=2018-02-19 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160817085918/http://www.oxforddictionaries.com/us/definition/american_english/enthalpy |archive-date=2016-08-17 }}</ref><ref>{{cite web |url=http://goldbook.iupac.org/html/E/E02141.html |title=IUPAC Gold Book. Enthalpy, ''H'' |access-date=2018-02-19}}</ref>
কোনও তাপগতীয় ব্যবস্থা সৃষ্টি করতে এক ধরনের শক্তির প্রয়োজন, যা ঐ ব্যবস্থার ভেতরে অবস্থিত অনিয়মত, বিশৃঙ্খলভাবে বিচরণশীল অণুগুলির প্রতিটির গতিশক্তি ও স্থিতিশক্তির সাথে সম্পর্কিত; একে ব্যবস্থাটির অভ্যন্তরীণ শক্তি বলে। কিন্তু একটি নির্দিষ্ট আয়তনবিশিষ্ট তাপগতীয় অবস্থার অভ্যন্তরে নিহিত সমস্ত শক্তি কেবল অভ্যন্তরীণ শক্তির ধারণা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। সাম্যাবস্থায় (অর্থাৎ যখন পারিপার্শ্বিক পরিবেশের সাথে কোনও তাপশক্তির লেনদেন হয় না এবং এর তাপমাত্রা ও আয়তন স্থির থাকে) কোনও তাপগতীয় ব্যবস্থার আয়তন যদি V হয় এবং এর পারিপার্শ্বিক চাপ যদি P হয়, তাহলে ধারণা করা যায় যে, ব্যবস্থাটিকে শূন্য আয়তন থেকে শুরু করে V আয়তনে এসে জায়গা দখল করার জন্য পারিপার্শ্বিক পরিবেশের চাপের বিরুদ্ধে কাজ করতে হয়েছে, যে কাজের মান হল চাপ P এবং আয়তন V-এর গুণফলের সমান (PV)। কাজ ও শক্তির মাত্রা একই। তাই কোনও নির্দিষ্ট আয়তনের তাপগতীয় ব্যবস্থার ভেতরে নিহিত সমস্ত শক্তি হল এই দুই ধরনের শক্তির (অভ্যন্তরীণ শক্তি ও আয়তন সৃষ্টিকারী কাজ) যোগফল; আর এই যোগফলকেই অভ্যন্তরীণ তাপগতীয় বিভব (বা এনথালপি) নাম দেওয়া হয়েছে।
৩১ নং লাইন:
 
==অভ্যন্তরীণ শক্তি ও অভ্যন্তরীণ তাপগতীয় বিভবের সমতা==
অামরা জানি,<math display="block">W=\int_{v_i}^{v_f} p(v)\,dv</math>এখানে,
 
তাপগতীয় ব্যবস্থা কর্তৃক কৃত কাজ=W