মৌলিক বল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Symoum Syfullah Priyo (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Stylish star arif (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন:
{{সূত্র উন্নতি}}
 
'''মৌলিক বল''' ({{lang-en|Fundamental Interaction}}): যেসব বল মূল বা স্বাধীন অর্থাৎ যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদের মৌলিক বল বলে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.kalerkantho.com/|শিরোনাম=কালের কণ্ঠ|ওয়েবসাইট=কালের কণ্ঠ|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2021-05-07}}</ref>
'''মৌলিক বল''' ({{lang-en|Fundamental Interaction}}) বিভিন্ন কণার মধ্যকার আন্তঃক্রিয়াসমূহ ব্যাখ্যা করে। দুইটি কণার মধ্যকার আচরণ শুধুমাত্র একটি [[বল]] দ্বারাই নির্ধারিত হয়।
 
== মৌলিক বলসমূহ ==
* [[মহাকর্ষ|মহাকর্ষ বল]], মৌলিক বলগুলোর মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দূর্বল।মহাকর্ষ হলো মহাবিশ্বের যেকোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল। এটি এমন একটি শক্তি/বল যা আমাদের সৌরজগতকে একসাথে রাখে, কারণ আমাদের সিস্টেমের সমস্ত গ্রহগুলি সূর্যের বিশাল ভর দ্বারা আকৃষ্ট হয় এবং তার চারপাশে প্রদক্ষিণ করে। ১৬৮৭ সালে স্যার আইজ্যাক নিউটন প্রথম মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। একটি আপেল গাছের তলায় বসে তিনি লক্ষ্য করলেন একটি আপেল নীচে পড়ে আছে। তারপরে আপেলটি কেন নীচে বা বাম বা ডান দিকে যাবার পরিবর্তে নীচে নেমে আসে তা বোঝার চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে তিনি বুঝতে পারেন যে আপেল নিচে পড়ার মধ্যে স্পষ্টভাবে একটি অজানা শক্তি আছে, সেই শক্তিইকেই নিউটন মহাকর্ষ বলে অভিহি করেন এবং তাঁর এই তত্ত্বকে বলা হয় নিউটনের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনের আইন। সুতরাং মহাকর্ষ হলো দুটি বস্তুর মধ্যে আকর্ষণীয় শক্তি যা সমগ্র মহাবিশ্ব জুড়ে গতি পরিচালনা করে এবং চাঁদকে পৃথিবীর চারদিকে কক্ষপথে রাখে এবং পৃথিবীকে সূর্যের কক্ষপথে রাখে। <br />পৃথিবীর মাধ্যাকর্ষণ একটি অদৃশ্য শক্তি যা সবকিছুকে গ্রহের কেন্দ্রের দিকে টেনে নিয়ে যায়। মাধ্যাকর্ষণ আমাদের প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাকর্ষের কারণেই আমরা মাটিতে চলতে পারি অন্যথায় আমরা চারদিকে উড়তে থাকতাম। মাধ্যাকর্ষণ বস্তুগুলিকে মাটিতে আটকে রাখতে সহায়তা করে। মাধ্যাকর্ষণ একমাত্র কারণ যার কারণে পৃথিবী এবং সূর্যের মধ্যে যথাযথ দূরত্ব রয়েছে।এই বলের পাল্লা অসীম পর্যন্ত হয়ে থাকে।http://expertpreviews.com
* [[মহাকর্ষ|মহাকর্ষ বল]], মহাবিশ্বের যেকোনো দুটি বলের মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। মৌলিক বলগুলোর মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দূর্বল। এই বলের পাল্লা অসীম পর্যন্ত হয়ে থাকে।
* [[তড়িচ্চুম্বকীয় বল]], দুটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলকে তড়িৎ চৌম্বক বল বলে।
* [[সবল নিউক্লীয় বল]], এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। তড়িচ্চুম্বকীয় বল থেকে যা একশগুণ বেশি শক্তিশালী কিন্তু এটা খুবই অল্প দূরত্বে কাজ করে।