বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MdsShakil (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩২ নং লাইন:
::নিবন্ধ অপসারণ করার সময় জানিয়েছি - ''আড়ষ্ট/অগ্রহণযোগ্য অনুবাদ'' হওয়ায় নিবন্ধটি অপসারিত হয়েছে। এমতাবস্থায়, ঠিক কী কারণে একটি আড়ষ্ট / অগ্রহণযোগ্য অনুবাদ গৃহীত হয়েছিলো - সেসম্পর্কে আসলে আমার জানা নেই, এবং, এটি নিয়ে আমার কোনো বক্তব্যও নেই। ধন্যবাদান্তেঃ [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon#top|আলাপ]]) ১১:১৪, ৬ মে ২০২১ (ইউটিসি)
:::আমার মনে হয়নি বা এখনো হচ্ছে না নিবন্ধ টিতে আড়ষ্ট / অগ্রহণযোগ্য অনুবাদ ছিল। যদি এতটাই অগ্রহণযোগ্য ছিল তাহলে আপনি আমাকে আলাপ পাতার মাধ্যমে জানাতে বা পরামর্শ দিতে পারতেন ঠিক কোথায় সমস্যা বা কি ঠিক করতে হবে। অথবা আমার ব্যবহারকারী নামস্থানে স্থানান্তর করে দিতে পারতেন। আড়ষ্ট / অগ্রহণযোগ্য অনুবাদের কারণে কোন নিবন্ধ অপসারণ আমার জন্য অপমানজনক বলেই আমি মনে করছি, ধন্যবাদ ভালো থাকবেন [[ব্যবহারকারী: MdsShakil|<span style="color:DarkSlateGray;"> '''—শাকিল হোসেন'''</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ: MdsShakil|<span style="color:Maroon;">'''আলাপ'''</span>]]</sup> ১১:৫১, ৬ মে ২০২১ (ইউটিসি)
::::@[[ব্যবহারকারী:MdsShakil|MdsShakil]]: ফেরত আনা হয়েছে। দয়া করে নিবন্ধে কোন সমস্যা থাকলে ঠিক করে ফেলুন।
::::@[[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ভাই, আপনি এটি করতে পারেন না। আপনি হুট করেই নিজের ইচ্ছামত নিবন্ধ অপসারণ করতে পারেন না। নিবন্ধ প্রণেতা উইকিতে সক্রিয়, আপনি তো তাকে জানাতে পারতেন। নিবন্ধের সমস্যা দেখিয়ে দিতে পারতেন। তা না করে করে আপনি আপনার ইচ্ছামত মুছে দিলেন। কোনরূপ আলোচনা দূরে থাক, তাঁকে কোনরূপ সুযোগও দিলেন না। আপনি কি আমাকে ব্যাখ্যা দিতে পারবেন নিচের কোন বাক্যগুলি যান্ত্রিক:
::::''১০০১ ইনভেনশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ ইবন আল-হায়থাম আহমেদ সালিম পরিচালিত ওমর শরিফ অভিনীত ২০১৫ সালের একটি অ্যানিমেটেড চলচ্চিত্র। এটি শরিফের চূড়ান্ত চলচ্চিত্র।''
::::''চলচ্চিত্রটি ১০০১ ইনভেনশন দ্বারা নির্মিত হয়। এই ব্রিটিশ সংগঠনটি ইসলামি স্বর্ণযুগের সাফল্য প্রচারের লক্ষ্যে কাজ করে। চলচ্চিত্র এবং প্রদর্শনী উভয়ই ইউনেস্কো দ্বারা পরিচালিত আন্তর্জাতিক আলোর বছর উদযাপনের জাতিসংঘের প্রচারণার সাথে সামঞ্জস্য পূর্ণ করার জন্য তৈরি করা হয়েছিল।''
::::''চলচ্চিত্রের মধ্যে, শরীফের চরিত্রটি তার নাতনিকে হাসান ইবনে আল-হাইসাম সম্পর্কে একটি চ্যালেঞ্জিং হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টে তৈরিতে সহায়তা করেন। হাসান ইবনে আল-হাইসাম একাদশ শতাব্দীর একজন পণ্ডিত যিনি আলোকবিজ্ঞান এবং চাক্ষুষ উপলব্ধির নীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।''
::::এমনকি যান্ত্রিকতা থাকলেও আপনি কেন নিজে তা ঠিক করে দিলেন না? প্রশাসকের কাজ কি কেবল অপসারণ করা? আপনার কাজটা কর্তৃত্ববাদী মানসিকতার সামিল বলে মনে হল (ইচ্ছা হল মুছে দিলাম এমন)। আপনার কাজটি উৎসাহ দেয়া তো দূরে থাক, এমন কাজ হলে তা উইকিপিডিয়ানদের উইকি ছেড়ে যেতে বাধ্য করবে। দয়া করে ভবিষ্যতে লক্ষ্য রাখুন। ধন্যবাদ। -- [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৪:৫৫, ৬ মে ২০২১ (ইউটিসি)