উইকিপিডিয়া:প্রশাসকত্ব কী নয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩১ নং লাইন:
===<span id="ENTITLEMENT" />প্রশাসকত্ব কোনো অধিকার নয়===
{{shortcut|WP:ANOT#ENTITLEMENT}}
ভালো [[উইকিপিডিয়া:সম্পাদনা সংখ্যা|সম্পাদনা সংখ্যা]] এবং নিবেদীতনিবেদিত ধরনের মানসিকতা প্রশাসকত্বের জন্য কারো আবেদনের সফলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে সম্পাদনা সংখ্যা ভালো হওয়া সত্ত্বেও কারো প্রশাসক হওয়ার আবেদন প্রত্যাখাত হতে পারে, কারণ প্রশাসকত্বের জন্য আবেদনকারীর মানসিকতা, দৃষ্টিভঙ্গি, ও পূর্বের কর্মকাণ্ডকেই দেখা হয়, “তাঁরা কতোটা করেছেন” তা নয়। এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এর অর্থ এই নয় যে, সম্প্রদায় আপনার আবেদনের মূল্য দিতে ব্যর্থ হয়েছে। কিছু ব্যতিক্রমী ব্যবহারকারী সকল যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসক হওয়ার ব্যাপারে উৎসাহী নন, ও তাঁরা হবেনও না। যদিও, তাদেরকে প্রশাসকত্বের দেওয়ার জন্য ভাবা হয়েছিলো ও অনুরোধও করা হয়েছিলো। কিছু সংখ্যক ব্যবহারকারী প্রায়ই তাঁদের প্রশাসকত্ব ফিরিয়ে দেবার আবেদন করেন, কারণ তাঁরা প্রশাসন সংক্রান্ত কাজের চেয়ে নিবন্ধের অবদান ও সম্পাদনার কাজেই নিজেকে ব্যস্ত রাখতে চান। কিছু ভালো অবদানকারীর প্রশাসক হওয়ার মতো ধৈর্য্য থাকে না; তবে তাঁরাও মূল্যবান। অবদানের সংখ্যা বা অবদান চালিয়ে যাবার সময় উইকিপিডিয়ার প্রশাসক হওয়ার কোনো বাধ্যতামূলক নীতি নয়।
 
===<span id="IMMUNITY" />প্রশাসকত্ব কোনো কূটনৈতিক নিরাপত্তা নয়===