অদিতি শর্মা (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী যোগ
বানান সংশোধন; কসমেটিক পরিবর্তন
১০ নং লাইন:
| death_place =
| nationality = [[ভারতীয়]]
| occupation = [[অভিনয়শিল্পী]], [[মডেল (ব্যক্তি) | মডেল]]
| children = ১
| parents =
২৩ নং লাইন:
}}
 
'''অদিতি শর্মা''' (জন্ম : ২৪শে আগস্ট ১৯৮৩) একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী ও [[মডেল (ব্যক্তি) |মডেল]]। তিনি [[অ্যান্ডটিভি]] চ্যানেলের ''[[গঙ্গা]] '' ধারাবাহিকে গঙ্গা শুক্লার চরিত্রে এবং [[কালার্স|কালার টিভি]] চ্যানেলের ''সিলসিলা বদলতে রিশ্তো কা'' ধারাবাহিকে অভিনয় করার জন্য পরিচিত হয়েছেন। যদিও তাঁর সাধারণ চেহারার জন্য তাঁকে প্রথমদিকে অনেক চরিত্র নির্বাচক (কাস্টিং ডিরেক্টর) নিতে অস্বীকার করেছিলেন, কিন্তু এখন অদিতি অনেক পণ্যের মুখপাত্র হয়ে উঠেছেন। তিনি ডমিনোস, তানিশক, [[নিকন]], এভার ইউথ, ফেয়ার অ্যান্ড লাভলী, প্যারাসুট অয়েল, ব্রিটানিয়া, এমটিআর, ব্যাংক অফ ইন্ডিয়া, রিলায়েন্স, টাটা, স্টেফ্রি, ইন্ডিয়া ফার্স্ট ইন্স্যুরেন্স, সানফিস্ট, মারুতি, মুভ, ব্রুক বন্ড সহ বেশ কয়েকটি বড়বড়ো কোম্পানির মডেল হয়েছেন। এছাড়াও তিনি [[স্টার প্লাস]] চ্যানেলের প্রচার অনুষ্ঠানেও থাকেন। অদিতি ''<nowiki/>'খান্না অ্যান্ড আইয়ার'' (২০০৭) ছবির মাধ্যমে বলিউডে (হিন্দি চলচ্চিত্রে) আত্মপ্রকাশ করেছিলেন এবং একই বছরে তাঁর ''কুছ খাট্টা কুছ মিঠাও'' মুক্তি পেয়েছিল। [[সুভাষ ঘাই]]য়ের ছবি ''ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'' (২০০৮)তাঁকে প্রচারের আলোয় এনেছিল। ২০১১ সালে, তিনি ''লেডিস ভার্সেস রিকি বহল'' চলচ্চিত্রে একটি সমালোচনামূলক ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেটি যথেষ্ট প্রশংসা পেয়েছিল। এর পরে তিনি ''মৌসম'' (২০১১) চলচ্চিত্রে একটি প্রাণবন্ত মেয়ের চরিত্র অভিনয় করেছিলেন। অদিতি টলিউড (তেলুগু) চলচ্চিত্রেও কাজ করেছেন: ''গুন্ডে জল্লুমান্ডি'' (২০০৮), ''ওম শান্তি'' (২০১০) এবং ''বাবলু'' (২০১১)।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Adorable Aditi |ইউআরএল=https://web.archive.org/web/20150511164801/http://www.indianaddivas.com/aditi-sharma/ |সংগ্রহের-তারিখ=৩০ মার্চ ২০২০}}</ref>
 
== কর্ম জীবন ==
২০০৪ সালে [[জি টিভি]]তে প্রচারিত প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ''[[ইন্ডিয়া'স বেস্ট সিনেস্টারস কি খোজ]]'' এর বিজেতা ছিলেন অদিতি।
 
৩৪ নং লাইন:
সাত উচাক্কে ধারাবাহিকে সোনার ভূমিকাকে সমালোচকরা খুব প্রশংসা করেছিলেন।
 
== ব্যক্তিগত জীবন ==
অদিতি শর্মা ১৯৮৩ সালের ২৪শে আগস্ট [[লখনউ|লখনউতে]]তে এক ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর বাবা ও মায়ের নাম যথাক্রমে ড. দেবিন্দর দেব শর্মা এবং অনিলা শর্মা। তাঁর এক বোন শ্বেতা শর্মা এবং এক ভাই ভব্য শর্মা। তিনি [[দিল্লি বিশ্ববিদ্যালয়|দিল্লি বিশ্ববিদ্যালয়ের]] অধীনে লখনউয়ের শ্রী ভেঙ্কটেশ্বর কলেজে থেকে বি.কম পড়াশোনা শেষ করেছিলেন। ২০১৪ সালের ৩০শে নভেম্বর তিনি তাঁর প্রেমিক সরওয়ার আহুজাকে বিবাহ করেছিলেন। ২০০৪ সালে জি টিভির ''ইন্ডিয়া'স বেস্ট সিনেস্টারস কি খোজ'' অনুষ্ঠানে তাঁর সাথে আহুজার দেখা হয়েছিল এবং তাঁরা দুজনে মিলে এই শোটি জিতেছিলেন। তাঁরা বিবাহের আগে প্রায় ৭ বছর ধরে মেলামেশা করেছিলেন। ২০১৯ সালের ১৬ই নভেম্বর তাঁদের একটি পুত্র সন্তান জন্মায়, যার নাম তাঁরা রেখেছেন সরতাজ আহুজা।
== আরও দেখুন ==
* [[ভারতীয় টেলিভিশন অভিনেত্রীদের তালিকা]]
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
== বহিঃসংযোগ ==
* {{IMDb name|id=2586396}}
* {{Facebook|aditidevsharmaofficial|অদিতি শর্মা}}