দিন/রাত ক্রিকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সংশোধন
১ নং লাইন:
[[চিত্র:Trent Bridge at Night.JPG|thumb|250px|টেন্ট ব্রিজে অনুষ্ঠিত দিবা-রাত্রির ক্রিকেট খেলার উপযোগী [[স্টেডিয়াম]]]]
'''ফ্লাডলাইট ক্রিকেট''' বা '''দিন/রাত ক্রিকেট''' ({{lang-en|Day/night cricket, Floodlit cricket}}) শব্দগুচ্ছটি [[ক্রিকেট]] খেলায় ব্যবহৃত [[পরিভাষা|পরিভাষাবিশেষ]]। সাধারণতঃ [[দর্শক|দর্শকদের]] মনোরঞ্জনের লক্ষ্যে [[সন্ধ্যা|সন্ধ্যার]] পর সম্পূর্ণ খেলা কিংবা খেলার অংশবিশেষ [[ফ্লাডলাইট (ক্রীড়া)|ফ্লাডলাইটের]] প্রচুর নিক্ষিপ্ত কৃত্রিম আলোর মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো নিয়মিত ধাঁচের ক্রিকেট খেলা ফ্লাডলাইটের আলোর সাহায্যে [[বিশ্ব সিরিজ ক্রিকেট]] প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। এতে ব্যাপকসংখ্যক দর্শক প্রথমবারের মতো [[খেলোয়াড়|খেলোয়াড়দেরকে]] রঙ্গীন [[পোষাকপোশাক]] ও সাদা [[বল (ক্রিকেট)|বল]] দেখতে পেয়েছিলেন। কিন্তু এ [[প্রতিযোগিতা|প্রতিযোগিতাটি]] [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল]] বা আইসিসি'র অনুমোদন ছিল না।
 
পরবর্তীতে ১৯৭৯ সালে আইসিসি এবং বিশ্ব সিরিজ ক্রিকেট কর্তৃপক্ষ সমঝোতায় পৌঁছে। এরই প্রেক্ষাপটে পুণরায় [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ায়]] দিন/রাতের [[একদিনের আন্তর্জাতিক]] ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে [[বিশ্ব|বিশ্বের]] প্রায় সর্বত্র ক্রিকেট খেলায় সম্পৃক্ত দেশসমূহে কৃত্রিম আলোর সাহায্যে খেলা অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। কিন্তু [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] [[আবহাওয়া|আবহাওয়াজনিত]] কারণে এ সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত করে।