শিল্পকলা জাদুঘর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Philippe49730 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
(সংশোধন)
২০ নং লাইন:
সেন্ট আইভস, কর্নওয়াল।
 
কনটেম্পোরারি শিল্প গ্যালারী প্রায়শই সাধারনসাধারণ জনগনের জন্য বিনামূল্য উন্মুক্ত থাকে, যদিও কিছু -কিছু আধা ব্যক্তিগতও হয়। শিল্পদ্রব্য বিক্রয় করে তারা মোটামুটি পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ লাভ করে। তবে অনেক অলাভ-জনক বা সমষ্টিগত প্রদর্শনশালাও আছে। টোকিওর মতো কিছু শহরে কিছু গ্যালারী শিল্পীদের প্রতিদিন একদরে দেয়, কিন্তু কিছু আন্তর্জাতিক শিল্প বাজারে অপ্রচলিত। গ্যালারিগুলি প্রায়ই একক প্রদর্শনীর আয়োজন করে। তত্ত্বাবধারকরা প্রায়ই একটি নির্দিষ্ট বিষয়, শিল্পের প্রবণতা, বা একদল শিল্পীদের গোষ্ঠী নিয়ে একটি বার্তা সঙ্গে দলগত প্রদর্শনী করে থাকেন। গ্যালারিগুলি মাঝে মাঝে বিশিষ্ট শিল্পীদের নিয়মিত প্রদর্শনীর সুযোগ দিয়ে থাকে।
 
গ্যালারী বলতে শিল্পী সমবায় বা শিল্পী কতৃত পরিচালিত স্থানকেও বোঝায়, যেটি প্রায়শই (উত্তর আমেরিকা আর পশ্চিম ইউরোপের) আরও গণতান্ত্রিক ও নির্বাচন প্রক্রিয়ায় কাজ করে থাকে। এ রকম গ্যালারীর বোর্ড পরিচালন কমিটি থাকে এবং স্বেচ্ছাসেবী ও মাইনে করা কর্মী থাকে যারা প্রদর্শনীর নির্বাচন ও তত্ত্বাবধান করে এবং যাতে অনেক সময় শিল্প নির্বাচনে ব্যবসায়িক দক্ষতার অভাব থাকে।