ক্যান্টনীয় উপভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
SieBot (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন সাধন করছে: en:Yue Chinese, ru:Юэ (китайский язык)
সামীরুদ্দৌলা (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''ক্যান্টনীয়''' হল [[ইউয়ে ভাষা|ইউয়ে ভাষার]] (চৈনিক: 粵語 [[ম্যান্ডারিন চীনা ভাষা|ম্যান্ডারিন উচ্চারণে]]: ''উ্যয়ে উ্য'', ক্যান্টনীয় উচ্চারণে: ''উ্যৎ উ্য'') একটি উপভাষা।
'''ক্যান্টনীয়''' বা '''ইয়ু''' চীনা ভাষার একটি উপভাষা যাতে চীনের গুয়াংডং প্রদেশের (গুয়াংঝু বা ক্যান্টন শহরসহ) প্রায় ৭ কোটি লোক কথা বলেন। এছাড়া হংকং, মাকাউ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার চায়োনাটাউনগুলিতে এই ভাষা প্রচলিত। ধারণা করা হয় তং রাজবংশের শাসনামলে (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) অন্যান্য চীনা উপভাষা থেকে এটি স্বতন্ত্র হয়ে পড়ে।
 
'''ক্যান্টনীয়'''ইউয়ে বাভাষা '''ইয়ু'''[[গণচীন|গণচীনের]] চীনা[[কুয়াংচৌ]] ভাষারশহরসহ একটি(চৈনিক: উপভাষা廣州, যাতে[[ইংরেজি চীনেরভাষা|ইংরেজি]]: গুয়াংডংCanton ''ক্যান্টন্‌'') [[কুয়াংতোং প্রদেশ|কুয়াংতোং প্রদেশের]] (গুয়াংঝুচৈনিক: বা ক্যান্টন শহরসহ廣東) প্রায় ৭ কোটি লোক কথা বলেন।বলে। এছাড়া [[হংকং]], [[মাকাউ]] এবং দক্ষিণ-পূর্ব [[এশিয়া]], [[ইউরোপ]][[উত্তর আমেরিকা|উত্তর আমেরিকার]] চায়োনাটাউনগুলিতেচাইনাটাউনগুলিতে এই ভাষা প্রচলিত। ধারণা করা হয় তং রাজবংশের শাসনামলে (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) অন্যান্য চীনা উপভাষা থেকে এটি স্বতন্ত্র হয়ে পড়ে।
ক্যান্টনীয় চীনের একটি প্রধান ভাষা। মান্য ক্যান্টনীয় ভাষা বলতে গুয়াংঝু, হংকং ও মাকাউ-তে প্রচলিত সবচেয়ে সম্মানিত উপভাষাকে বোঝায়।
 
ইউয়ে চীনের একটি প্রধান ভাষা, এবং মান্য ইউয়ে বা ক্যান্টনীয় হচ্ছে হংকং, মাকাউ, ও কুয়াংচৌ শহরগুলোর প্রচলিত উপভাষা।
 
চীনে ম্যান্ডারিন ভাষার প্রমিতকরণের ফলে ক্যান্টনীয় ভাষাভাষী এলাকাগুলিতে ইদানিং ক্যান্টনীয়-ম্যান্ডারিন দ্বিভাষিকতা বৃদ্ধি পেয়েছে।
 
হংকং শহরে ক্যান্টনীয় ইংরেজি ভাষারইংরেজি পাশাপাশিভাষাগুলো একটিদুটই সরকারী ভাষা। হংকঙের প্রশাসন, ব্যবসা ও গণমাধ্যমে এটিই ব্যবহৃত। উদাহরণস্বরূপ, হংকঙের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় চলচ্চিত্র শিল্প ক্যান্টনীয় ভাষাভিত্তিক।
 
[[Category:ভাষা]]